রংপুর পানবাজারের কালের স্বাক্ষী দুটি বটগাছ কেটে ফেলার পায়তারা- জনমনে ক্ষোভ উত্তেজনা

হাবিবুর রহমান সেলিম, পাগলাপীর থেকেঃ
বেশি করে গাছ লাগান- পরিবেশ বাঁচান এই প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে প্রধান মন্ত্রী শেখহাসিনার নেতৃত্বে সরকারী বেসরকারী উগ্যোগে দেশজুড়ে চলছে পরিবেশ ভারসাম্য রক্ষায় যখন চলছে কর্মসুচী, তখন রংপুর সদর উপজেলার পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নের পানবাজার নামক স্থানে চলছে এর ভিন্ন চিত্র। পানবাজারে অটো সিএনজি নামে একটি শ্রমিক সংগঠন অফিস ঘর নির্মানের জন্য সরকার দলীয় নেতাদের ছত্রছায়ায় কালের স্বাক্ষী শত বছরের বটগাছ দুটি কেটে ফেলার পায়তারা করছে বলে অভিযোগ উঠছে।এ ঘটনায় পানবাজারের সর্ব মহলের মধ্যে বিরাজ করছে চাপাক্ষোভ ও উত্তেজনা । সরেজমিনে গতকাল মঙ্গলবার সকালে ঘুরে দেখা গেছে পানবাজার হাটের দক্ষিণ পার্শ্বে ক্যান্টনমেন্ট পানবাজার সড়কের মোড়ে মজিদের পান সিগারেটের দোকান সংলগ্ন শতবছরের বটগাছ আরেকটি রাজ্জাকের ব্রয়লারের দোকান সংলগ্ন বটগাছ। এই দুটি বটগাছ পানবাজারের কালের স্বাক্ষী বহন করছে এবং স্থানীয় জনসাধারণের জীবন মানোন্নয়নের নানা ভুমিকা পালন করে আসছে । প্রাকৃতিক দুর্যোগ সহ বিশেষ করে গ্রীষ্মের তীব্র তাপদাহ ভ্যাপসা গরমে অতিষ্ট মানুষজন শরীরমন জুড়িয়ে নেয় এই বটগাছ দুটির নিচে। স্থানীয় ্আব্দুল মজিদ ও মোশাররফসহ কয়েকজন জানান, অটো সিএনজি নামে একটি শ্রমিক সংগঠন উক্তস্থানে অফিস ঘর নির্মানের জন্য কালের স্বাক্ষী বটগাছ দুটি কেটে ফেলার পায়তারা চালিয়ে যাচ্ছেন। পানবাজারের বিভিন্ন মহলের দাবী বটগাছ দুটি কেটে ফেলা হলে পানবাজার সহ আশপাশের এলাকার পরিবেশ ভারসাম্য বিপর্যয় হতে পারে। তাই পরিবেশ ও ভারসাম্য রক্ষায় পানবাজারের কালের স্বাক্ষী শতবছরের বটগাছ দুটি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য এলাকাবাসীরা রংপুর জেলা পরিষদ, সদর উপজেলার চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, হরিদেবপুর ইউপি চেয়ারম্যান ও ভুমি অফিসারসহ বিভিন্ন মহলের হস্তক্ষেপ কামনা করছেন।

পুরোনো সংবাদ

রংপুর 1865203075156333763

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item