পঞ্চগড়ে হঠাৎ শীলা বৃষ্টি ও ঝড় হাওয়ায় কৃষকের মাথায় হাত

মোঃ তোফাজ্জল হোসেন (তোতা) পঞ্চগড় রতিনিধি:
পঞ্চগড়ে গত রবিবার  হঠাৎ শীলা বৃষ্টি ও ঝড় হাওয়ায় কৃষকের মাথায় হাত। সরেজমিনে ঘুরে দেখা গেছে পঞ্চগড়ের অনেক এলাকায় শীলা বৃষ্টির কারণে ব্যপক ক্ষয়-ক্ষতি হয়েছে কৃষকের। তাছারা হটাৎ ঝড় ও হাওয়ার কারণে কথাও কথাও বর বর গাছ ভেঙ্গে বিদ্যুতের তারের উপর পরায় বিদ্যুৎ বিছিন্ন হয়েছিল। অনেক জায়গায় পরে তা সাভাবিক হয়েছে। তবে কৃষকের যে ক্ষতি হয়েছে তা কিন্তু পূরণ হবার নয় কারণ পঞ্চগড়ে যেসব এলাকায় শীলা বৃষ্টিতে কৃষকের ক্ষতিগ্রস্থ হয়েছেন ঐ সব এলাকা হল পঞ্চগড়, হাড়িভাসা, টুনিরহাট, ফুলতলা, নাঙ্গলগাঁ সহ প্রতিটি উপজেলাতে ভিষণ ভাবে কৃষকরা ক্ষতি গ্রস্থ হয়েছে। পঞ্চগড় হাড়িভাসার মোঃ হায়দার আলী জানান তার ১০ (দশ) বিঘা তরমুজ ও ৪ (চার) বিঘা টমেটো শীলা বৃষ্টিতে একেবারে ছিন্ন বিছন্ন হয়েডুমরে মুছেগেছে। হাড়িভাসার আরেক কৃষক মোঃ আজমত আলী জানান তার ৩ (তিন) বিঘা টমেটো ও ২ (দুই) বিঘা ভূট্রা গাছ শীলা বৃষ্টির কারণে গাছ ভেঙ্গে তজনজ হয়েগেছে। এই শীলা বৃষ্টির কারণে কৃষকেরা এখন দিষেহারা। এভাবেই গোটা পঞ্চগড় জুড়ে কৃষকের মোটামুটি বেস ভালোই ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে কৃষকরা এই ক্ষতি কুলিয়ে উঠতে পারবেনা বলে জানান।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 9016765424807358416

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item