সুন্দরগঞ্জে যুবক হত্যা মামলায় গ্রেফতার-৩

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে রেজাউল ইসলাম নামে যুবককে হত্যা মামলায় ৩ আসামীকে গ্রেফতার করেছেন পুলিশ।
    থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের পূর্ব-ছাপড়হাটি মাঠেরহাট গ্রাম থেকে এদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- ঐ ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের মৃত পারক উদ্দিনের পুত্র মোখলেছুর রহমান, খামার পাঁচগাছী গ্রামের হাজী আবুল হাসেম ওরফে আবুল হোসেনের পুত্র ইসমাইল হোসেন ও নিজাম উদ্দিন। থানা অফিসার ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা- মুহাম্মদ আতিয়ার রহমান বলেন, গত রবিবার সন্ধ্যায় বিবাদমান জমির দখল নিয়ে সৃষ্ট সংঘর্ষে দু’ পক্ষের লোকজন আহত হয়ে বিভিন্ন স্থানে চিকিৎসা নেয়। পরের দিন সোমবার সন্ধ্যায় বাদী আজিজল হকের পুত্র রেজাউল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এ ঘটনায় ১৪ জনকে আসামী করে হত্যা মামলা করেছেন নিহতের পিতা আজিজল হক।
উল্লেখ্য, ছাপড়হাটি ইউনিয়নের খামার পাঁচগাছী গ্রামের মৃত রহিম উদ্দিনের পুত্র হাজী আবুল হাশেম ও উত্তর গ্রামের মৃত আলীম উদ্দিনের পুত্র আজিজল হক গংদের দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছিল। এরই জের ধরে উক্ত দিনক্ষণে উভয় পক্ষের মারামারীতে ৪ নারীসহ ১৬ জন আহত হয়েছে বলে জানা গেছে।

পুরোনো সংবাদ

গাইবান্ধা 1893535391769159996

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item