ডোমারে রেল সম্পদ রক্ষায় সচেতনতামূলক সভা “চুরিকে না বলুন ”


স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর ডোমার রেল স্টেশনে চত্তরে আজ সোমবার দুপুরে  চলতি মার্চ মাসের ৯ তারিখে আউট সিংনালের চাবী চুরি যাওয়াকে কেন্দ্র করে রেল সম্পদ রক্ষায় সচেতনতামূলক সভা করেছে এলাকাবাসী ।ডোমার পৌরসভার উদ্যোগে এ সচেতনতামুলক সভায় বক্তব্য রাখেন ডোমার পৌরসভার পৌর মেয়র মুনছুরুল ইসলাম দানু,প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন, ডোমার বহুমুখী উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ওয়ালির রহমান,সৈয়দপুর রেলওয়ে থানার উপ পরিদর্শক আল ইমরান,স্টেশন মাষ্টার আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের পৌর কমান্ডার মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন,৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আখতারুজ্জামান প্রমুখ ।সভা শেষে সকলে শপথ করেন “চুরিকে না বলুন ” ।
বক্তারা বলেন,চিলাহাটি থেকে বিভিন্ন আন্তনগর ট্রেন চালু হওয়ায় যাদের সৈয়দপুর থেকে চিলাহাটিতে চাকুরী করতে হচ্ছে, অন্য পরিবহন সেক্টরের চক্রান্ত হতে পারে,মাদকসেবীদের কাজ হতে পারে আশংকা এলাকাবাসীর ।রেলকে রক্ষা করতে হলে ভোটের রাজনীতি বাদ দিয়ে অপরাধীদের জন্য সুপারিশ করা যাবে না,ছোট ছোট শিশুদের দিয়ে পাথর চুরি বন্ধ করতে হবে ,পাথর না থাকলে স্লিপার থাকবে না,স্লিপার না থাকলে রেল লাইন থাকবে না, রেল নাইন না থাকলে রেল থাকবে না । চুরি বন্ধে সামাজিক আন্দোলন করতে হবে ।মাদক এ দেশের চরম শত্রু ।মাদকসেবী ও মাদক ব্যবসায়ীরা দেশকে ধ্বংস করছে ।রেল সম্পদ চুরি হলেও আইনগত ব্যবস্থা না নেওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে ।অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হতে অনুরোধ করে ।
উল্লেখ্য ,চলতি মাসের ৯ তারিখে রেল ক্রসিংয়ের চাবী চুরি যাওয়ায় অল্পের জন্য রক্ষা পায় নীলসাগর আন্তঃনগর ট্রেন ।এ পযর্ন্ত রেল ক্রসিংয়ের চাবী চুরি যাওয়া নিয়ে কোন আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করে এলাকাবাসী।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 3150395939522865400

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item