কিরগিজস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবলে কিরগিজস্তানকে ৩-২ সেটে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। এই কিরগিজস্তানকে ২০১৬ সালে হারিয়েই প্রথম শিরোপা জিতেছিল বাংলাদেশ। ফাইনালে আগামী শুক্রবার বেলা তিনটায় তুর্কমেনিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

প্রথম সেটে কিরগিজস্তানের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। হেরে যায় ২৫-১৫ পয়েন্টে। দ্বিতীয় সেটেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ২৫-২০ পয়েন্টে জিতে সমতায় ফেরে হরসিত-আতিকুররা।

তৃতীয় সেটে শুরু থেকে কিরগিজস্তানের সঙ্গে সমানে সমান লড়া বাংলাদেশ ২৫-১৯ পয়েন্টে জিতে ২-১ সেটে এগিয়ে যায়। গ্যালারিতে আসা সমর্থকরা উল্লাসে ফেটে পড়ে।

চতুর্থ সেটে বাংলাদেশকে খুঁজে পাওয়া যায়নি। ২৫-১৩ সেটে হেরে যায় দল। ম্যাচের ভাগ্য গড়ায় পঞ্চম সেটে। এক পর্যায়ে ১০-৬ পয়েন্টে এগিয়ে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত কষ্টে ১৫-১৩ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করে।

পুরোনো সংবাদ

খেলাধুলা 2037820683719107588

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item