দেশবিরোধী চুক্তি হলে জনগণ মেনে নেবে না: ফখরুল

ডেস্কঃ
প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশবিরোধী চুক্তি হলে তা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থার সাথে বিএনপি’র যোগসাজস সংক্রান্ত প্রধানমন্ত্রীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান ফখরুল। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভিনদেশি কারা বসেন তা জনগণের কাছে পরিস্কার করারও আহ্বান জানান তিনি।

এ সময় তিনি বলেনে, প্রধানমন্ত্রীর বাসভবনে বাইরের লোকজন বসে থাকে, কারা থাকে তা আমরা জানি না। এইটার ব্যাখ্যা তার দেওয়া উচিত। তিস্তার পানি ছাড়া এদেশের মানুষ অন্য কোনো চুক্তি মেনে নেবে বলে মনে হয় না। বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন যেখানে জড়িত থাকবে, শুধু আমরা নই, গোটা বাংলাদেশের মানুষ তা গ্রহণ করবে না।/

পুরোনো সংবাদ

প্রধান খবর 4930317305677294398

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item