রানীশংকৈলে চক্ষু ডাঃ ওয়াহিদা বেগমের প্রেসক্রিপশন নকল

সফিকুল ইসলাম শিল্পীরানীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ


ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় চাঁদনী রোডে 'শিরোমনি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে' চক্ষু ডাঃ ওয়াহিদা বেগমের প্রেসক্রিপশন নকল হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়  প্যাডে বুলবুল নামে একজন প্রতারক ডাঃ ওয়াহিদা বেগম (মাইক্রোসার্জারী বিশেষজ্ঞ ) এর পরিবর্তে চিকিৎসা দিতে থাকলে বিষয়টি স্থানীয় লোকজন কানাঘুষা করতে থাকে।এসময় খোজ নিয়ে জানা যায়- ডাঃ ওয়াহিদা বেগম দিনাজপুর হতে  রানীশংকৈল রুগী দেখেন এবং বর্তমানে ভারত সফরে রয়েছেন।  মোঃ হামিদুর নামে একজন শিক্ষক তার শাশুড়ির চিকিৎসাপত্রে একই ঘটনা ঘটলে , উত্তেজিত জনতা একসময় মেইন গেটে তালা লাগিয়ে দিলে প্রতারক চক্রটি গোপনে পালিয়ে যায়। এ ঘটনার সাথে জড়িতদের শাস্তির প্রয়োজনীয় ব্যবস্থা থাকা দরকার বলে প্রত্যক্ষদর্শিরা মনে করেন। এদিকে শিরোমনি ডায়াগনেস্টিক সেন্টারের বাড়ির  মালিক ডাঃ কমলাকান্ত আমাদের প্রতিনিধিকে মুঠোফোনে বলেন- এটি অবশ্যই একটি অন্যায়। এসময় জেলাপরিষদ সদস্য এখলাসুর রহমান লিটন বলেন, এমন একটি অন্যায় কাজ প্রশয় দেয়া হবে না। আমাদের সমাজে  এমন চিকিৎসা আসলেই ভয়ঙ্কর।

পুরোনো সংবাদ

নিবিড়-অবলোকন 5053561750589091004

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item