মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এ প্রজন্মকে জানতে হবে -- জলঢাকায় ব্যারিস্টার তুরিন আফরোজ।

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ "
চট্রগ্রামের উনষত্তর পাড়ায় আটমাসের গর্ভবতী কমলা রানী ও তার পরিবারের তেতাল্লিশ জন সদস্যকে ব্রাশ ফায়ার করে মারা হয়। " যখন কমলা রানীর লাশ পাওয়া যায় তখন তার শরীর থেকে আট মাসের শিশুটি ঝুলে বেরিয়েছিলো "। তাই আমি যুদ্ধ অপরাধী দের বিচার চাই। " হবিগণ্জের যুদ্ধ শিশু সামসুন্নাহার যখন আদালতে স্বাক্ষ্য দেয় তখন সে বলে আমার নাম সামসুন্নাহার পিতার নাম অজ্ঞাত - তাই আমি ৭১ এর মানবতা বিরোধীদের বিচার চাই। " জয়পুরহাটেরর কড়াই কাদি গ্রামের কানচিরা মোহন্ত (৯৩) কে যখন নিজ বাসায় টেনে হেচড়ে জবাই করে হত্যা করে ঐ স্বাধীনতা বিরোধীরা তখন আমি ঐ খুনী জল্লাদদের বিচার চাই। " ।
রবিবার সকালে নীলফামারীর জলঢাকা উপজেলার চিড়াভিজা গোলনা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ মুক্তিযুদ্ধ যাদুঘরের উদ্দ্যোগে ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ যাদুঘর প্রদর্শনী অনুষ্ঠানে এভাবেই শতশত শিক্ষার্থীদের উদ্দেশে কথাগুলো বলেন আন্তজার্তিক অপরাধ ট্রাইবুনালের সিনিয়র প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ যাদুঘরের প্রোগ্রাম অফিসার রঞ্জন কুমার সিং, ভ্রাম্যমাণ যাদুঘর সহকারী নুরন্নবী, ইউপি চেয়ারম্যান কামরুল আলম কবির, প্রধান শিক্ষক আল হাসান জায়েদ নওরোজী প্রমুখ। শিক্ষার্থীদের উদ্দেশে ব্যারিস্টার তুরিন আফরোজ আরো বলেন - স্বাধীনতার চেতনায় দেশকে এগিয়ে নিতে হবে, সঠিক ইতিহাস জানতে হবে, তিনি বিগত বিএনপি জামাত সরকারের কঠোর সমালোচনা করে বলেন এরাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস থেকে জাতীকে দুরে ঠেলে দিয়েছিল। বিএনপি জামাত সরকারের সময়ে এই ঘৃন্য মানবতা অপরাধীদের সংসদে নিয়ে যাওয়া হয়েছিলো। এদের গাড়ীতে লাল সবুজের পবিত্র পতাকা লাগিয়েছিলো খালেদার সরকার।  তিনদিনের সফরে এসে তার নিজ এলাকা জলঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরন অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বলে জানান তিনি।

পুরোনো সংবাদ

প্রধান খবর 517074910719908164

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item