মদ্যপানে বাধা দেওয়ায় ঈদগাহ মাঠের প্রাচীর ভাংচুর

মামুনুররশিদ মেরাজুল,নিজস্ব প্রতিনিধিঃ
    
-মদ পান করে বাজারের ব্যাবসায়ীরা বাধা দেওয়ায় মাদক সেবীরা সংঘবদ্ধ হয়ে ঈদগাহ মাঠের প্রাচীর গুড়িয়ে দিয়েছে।  এ ব্যাপারে ঈদগাহ্ মাঠের সভাপতি ১৪ জনের নাম উল্লেখ  করে থানায় মামলা দায়ের করেছে। ঘটনাটি ঘটছে পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের মেস্টা আমতলী বাজারে। এলাকাবাসী ও ঈদগাহ মাঠের জমিদাতা ডা. ইয়াকুব আলী জানান, রোজ দিন সন্ধার পর ঔ গ্রামের আজমুদ্দিনের ছেলে মোকছেদ আলী, আনছার আলীর ছেলে শহিদুল ইসলাম, আসিমুদ্দিনের ছেলে আঞ্জু মিয়া, আজিমুদ্দিনের ছেলে মোসলেম. আ: হামিদ মন্ডলের ছেলে নজমল হোসেন, আ: রউফ সরদারের ছেলে রফিকুল সরদার, সাইদুল সরদারের ছেলে মোখলেছার. আ: রউফ মাস্টারের ছেলে আজমল হোসেন সহ সংঘবদ্ধ একটি দল প্রতিদিনি সন্ধার পর মদ খেয়ে বাজাওে মাতলামি করতো। বাজারে পরিবেশ খারাপ হওয়ায় ব্যবসায়ীরা একত্রিত হয়ে বাধা প্রদান করলে পরের দিন সকাল ৭ ঘটিকায় মাদক সেবীরা একত্রিত হয়ে বাজাওে এসে এলোপাথারি মারডাং শুরু করে। তাদের লাঠির আঘাতে ইউনুছ আলী নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়। সন্ত্রাসীরা যাবার সময় বাজারের পাশে ঈদগাহ মাঠের সীমানা প্রাচীর ভেঙ্গে রেখে যায়। বিকেলে পুণরায় দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে একটি টিনচালা ঘরে মদ পান করতে দেখা যায়। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোন সময় অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে। ঈদগাহ মাঠের প্রাচীর ভাঙ্গায় জড়িতদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।

পুরোনো সংবাদ

রংপুর 3388027126926703171

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item