নীলফামারীতে “দেশটাকে পরিস্কার করি দিবস ২০১৭” পালিত


ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৪ ফেব্রুয়ারী॥ পালিত হলো“পরিবর্তন চাই”এর আহবানে “দেশটাকে পরিস্কার করি দিবস ২০১৭” পরিচ্ছন্নতা অভিযান ।আজ শনিবার সকাল ১১টায় নীলফামারী পৌরসভা থেকে একটি র‌্যালী বের হয়ে  চৌরঙ্গী মোড়ে গিয়ে শপথ বাক্য পাঠ করে।“আমি শপথ করছি যে, সর্বদা কেবল ডাষ্টবিনে ময়লা ফেলব এবং অন্যদেরও ফেলতে বলব। চলার পথে ময়লা ফেলার প্রয়োজন হলেও সেগুলো সাথে নিয়ে নিজ দায়িত্বে কেবল মাত্র ডাষ্টবিনে ফেলব। উম্মুক্ত স্থান ,বনাঞ্চল,জলাশয়ের পরিবেশ বিনষ্ট হয়,এমন কাজ কখনো করব না। আমি নিজের কাছে প্রতিজ্ঞা করছি যে,আমি পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়তে সর্বদা চেষ্টা করব। আমিন।শপথ বাক্য পাঠ শেষে পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ ঝাড়–দিয়ে “দেশটাকে পরিস্কার করি দিবস ২০১৭” পরিচ্ছন্নতা অভিযান দিবস টি উদ্ধোধন করেন।

পরে জেলা শহরের বিভিন্ন স্থানে  মেয়রের নেতৃত্বে পরিবর্তন চাই সামাজিক সংগঠনের জেলা আহবায়ক আসাদুজ্জামান সুজন সহ অন্যান্য সদস্য,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুব রেডক্রিসেন্টের  সদস্যরা স্বেচ্ছাসেবকবৃন্দ শহর পরিষ্কারে নেমে পড়ে।

সৈয়দপুরঃ পরিবেশ বিষয়ক সংগঠন পরিবর্তন চাই এর উদ্দ্যোগে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মুহাম্মদ মুসা জঙ্গি। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক আনারুল ইসলাম, পৌরসভার মহিলা কাউন্সিলর কাজী জাহানারা বেগম, সৈয়দপুর মহিলা কলেজের প্রভাষক লোকমান হাকিম লিটন, সেতুবন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আলমগীর হোসেন, শিানগরী সৈয়দপুর'র সাধারণ সম্পাদক খুরশিদ জামান কাকন।

র‌্যালী শেষে পরে পরিবর্তন চাই সদস্য নাসির উদ্দিন, নাইমুল ইসলাম নয়ন, চয়ন ব্যানার্জী, আব্দুল বারী, ইউসুফ আলী, রুহুল আমিনের নেতৃত্বে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিার্থীর অংশগ্রহনে শহর ব্যাপী একটি পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান চালানো হয়। এসময় স্বেচ্ছাসেবকেরা যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে সবাইকে ডাস্টবিন ব্যবহারের জন্য আহবান জানায়।

ডিমলাঃ-উপজেলার স্মৃতি অম্লানের সামনে পরিস্কার পরিছিন্নতা বিষয়ে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের আদর্শে উজ্জ্বীবিত সামাজিক সংগঠন এসো দেশকে ভালবাসী সংগঠনের উদ্দ্যেগে ডিমলা উচ্চ বিদ্যালয়ের শতাধিক ছাত্র/ছাত্রী ঘন্টব্যাপি অংশগ্রহন করেন। সকাল সাড়ে ১১টা থেকে মানববন্ধনে এলাকার সচেতন মহল ও সুধিজন অংশগ্রহন করেন।

যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলব না পরিবেশ দুষন করব না, চল সবাই ঐক্য গড়ি পরিচ্ছন্ন দেশ গড়ি, আবর্জনা বিদায় করি পরিচ্ছন্ন ডিমলা গড়ি শ্লোগানে মুখরিত ছিল শিক্ষার্থীদের মানববন্ধন। এতে বক্তব্য রাখেন ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, ডিমলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান, সহকারী শিক্ষক রেজাউল হাবিব, এসো দেশকে ভালবাসী সংগঠনের সুজন রায়, লিতু রানী, নাছিম সরকার সবুজ প্রমুখ।

পুরোনো সংবাদ

নীলফামারী 1610480203234302604

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item