গাইবান্ধায় নারীসহ ৫ মাদক কারবারী গ্রেফতার

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ, সাঘাটা ও সুন্দরগঞ্জ ও থানা পুলিশ পৃথক অভিযানে নারীসহ ৫ মাদক কারবারীকে গ্রেফতার করছে।
    বিভিন্ন সুত্রে জানা যায়, সোমবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকায় যাত্রীবাহি বাস থেকে ১ হাজার ৫শ’ পিস নেশা জাতীয় ভারতীয় ইনজেকশনসহ ভারতী রানী নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ভারতী রানী দিনাজপুরের জেলার বিরল উপজেলার রাণীপুর গ্রামের ক্ষিতিশ কর্মকারের স্ত্রী। দিনাজপুর থেকে বাসে করে ভারতীয় ইনজেকশসহ এসব মাদক দ্রব্য বগুড়ায় নিয়ে যাচ্ছিল ভারতী রানী। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
এছাড়া, সাঘাটা উপজেলার  সদর বাজার এলাকার ইয়াবা স¤্রাট মমিন ও উল্যাভরতখালী থেকে গাঁজা ব্যবসায়ী আলম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।  এসময় ইয়াবা ব্যবসায়ী নাজমা সিনেমা হলের মালিক ইয়াবা ব্যবসায়ী নবাব আলীর পুত্র মমিন মিয়ার কাছে ১শ ১৭ পিচ ইয়াবা ও ইয়াবা সেবনের নানা ধরণের সরঞ্জামাদীসহ একটি মটরসাইকেল জব্দ করা হয়। মমিন ও তার পরিবারের লোকজন রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ছাড়াও জামালপুর, সিরাজগঞ্জ, ময়মনসিংহ জেলায় সেল ডিলার হিসেবে ইয়াবা বিক্রি করে আসছে।  এছাড়া, ভরতখালীর মান্দুরা গ্রাম থেকে আলম মিয়াকে আটক করে। সে ঐ গ্রামের মৃত ছাদেক আলীর পুত্র। আলম মিয়াও এলাকায় নানা কায়দায় পাইকারীভাবে গাঁজা ব্যবসা করে আসছে। এব্যাপারে থানায় সংশ্লিষ্ট আইনে পৃথক ২টি মামলা হয়েছে।  এদিকে, সোমবার ভোরে এসআই আব্দুল জলিল সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার মজুমদারহাট সংলগ্ন জনৈক লালু রবিদাশের বাড়ি থেকে ৮ লিটার চোলাই মদসহ তার জামাই গোপাল  বাবু রবিদাশ(২৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গোপাল বাবু রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকার তাজুরপাড়া গ্রামের দুর্জ বাবু রবিদাশের পুত্র। এছাড়া, বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫ পিচ ইয়াবাসহ রফিকুল ইসলাম (৩০) কে গ্রেফতার করেন। রফিকুল ডামনডাঙ্গা ইউনিয়নের পাইটকাপাড়া গ্রামের আব্দুল মজিদের পুত্র। তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এব্যাপারে সংশ্লিষ্ট আইনে থানায় পৃথক ২টি মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।

পুরোনো সংবাদ

গাইবান্ধা 1721640108250312004

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item