ইবিতে বসন্ত উৎসব পালন

হুমায়ুন কবীর জীবন,ইবি প্রতিনিধি

কৃষ্ণচূড়ার ডালে দেখ, ঝরছে যেন আগুন। প্রকৃতিতে আজ এসেছে বুঝি, বসন্তের উতলা ফাগুন।
সাজিয়েছে দেখ তারা বরণ ডালা, ফুলে ফুলে সারা গাছে ছড়িয়ে দিয়েছে ফুলের সৌরভ দক্ষীণা বাতাসে। আয়োজন আজ চলছে দেখ, করতে তাকে বরণ। তাই বলেইতো ফুলেতে অলি, করছে মধু আহরণ। কোকিল সেথায় গাইছে যে গান কুহু কুহু সুরে, সুর ললিত কন্ঠ তাহার যায় বাতাসে উড়ে। হলুদ গাঁদা আর হলুদ শাড়ি, শোভা পায় রমনীদের সাজে। বৃক্ষ ছায়ায় প্রশান্ত মনেবসন্ত এসে গেছে।

বাংলাদেশে ১৪০১ সাল থেকে প্রথম ‘বসন্ত উৎসব’ উদযাপন করার রীতি চালু হয়। তবে নাচ-গান ও রঙ উৎসবের মধ্য দিয়ে সে উৎসব আজও পালন হচ্ছে বসন্ত উৎসব। বসন্ত উৎসবকে কেন্দ্র করে মেতে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। বসন্তকে বরণ করতে সোমবার বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ জককালো অনুষ্ঠানের আয়োজন করে। সকাল ১১ টায় অনুষদ ভবনের সামনে থেকে বাঙালির ঐতিহ্য হলুদ শাড়ি এবং পাঞ্জাবী পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বর্ণাঢ্য বাসন্তি শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আ¤্রকাননে অবস্থিত বাংলা মঞ্চে এসে মিলিত হয়।

সহযোগী অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুলের সঞ্চালনায় বাংলা মঞ্চে বাসন্তি আলোচনায় সভাপতিত্ব করেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক গৌতম কুমার দাস। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ড. অধ্যাপক সেলিম তোহা, অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. সরওয়ার মোর্শেদ, অধ্যাপক ড. রহমান হাবিব, সহযোগী অধ্যাপক রবিউল হোসেন, বাংলা বিভাগের প্রভাষক ফৌজিয়া খাতুন, রোজী আহমেদ, রওশন আরা সেতু প্রমূখ।

বাসন্তী আলোচনা শেষে সাড়ে ১১টার দিকে বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক তপন কুমার রায় এবং তিয়াশা চাকমার যৌথ সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সরওয়ার মোর্শেদ, অধ্যাপক ড. রহমান হাবিব, সহযোগী অধ্যাপক ড. রেজাউল করিম, ড.বাকী বিল্লাহ বিকুল এবং ইংরেজী বিভাগের অধ্যাপক ড. রেজাউল হক স্বরচিত কবিতা আবৃত্তি করেন। এছাড়া বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 3667161798433338116

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item