ডোমার নিমোজখানায় ৪দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান

আনিছুর রহমান মানিক,ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ

ডোমার নিমোজখানায় দেশ মাতৃকার শুভ কল্যাণ ও বিশ্ব শান্তি কল্পে কলিযুগের জীবের মুক্তি কামনায় ১৭ তম ৩২ প্রহর(৪) দিন ব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নিমোজখানা সার্বজনীন হরি মন্দিরে বুধবার সমাপনি দিবসে সন্ধ্যায় প্রধান অতিথি হিসাবে পরিদর্শন করেন উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক ও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ। পরিচালনা কমিটির সভাপতি বাবু নন্দ কিশোর রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় সাধারণ সম্পাদক বাবু প্রাণ কিশোর রায়, সমাজ সেবক দিনেশ চন্দ্র রায়, ইউপি সদস্য জয়ন্ত কুমার সিংহ, শংকর রায়, দিপালী রাণী রায়, প্রমোদ রায়, মাষ্টার বিনয় কৃষ্ণ রায়, বাবু মতিরাম প্রমূখ বক্তব্য রাখেন। গত ৪ ফেব্রুয়ারী শনিবার ভোররাত্রী থেকে শ্রীমদ্ভগবত গীতা পাঠ অন্তে, মঙ্গলঘট স্থাপন, শুভ অধিবাস, তুলসি আরতি ও নগর পরিক্রমার মধ্যদিয়ে যজ্ঞানুষ্ঠানের শুভ সুচনা করেন। এতে দেশের বিভিন্ন এলাকার ৬টি দল মহানাম পরিবেশন করেন। উক্ত নামসুধা দেখতে  পার্শবতী উপজেলা দেবীগঞ্জ, ডিমলা, জলঢাকা থেকে আসা হাজারো ভক্তের ঢল নামে, যেনো মন্দির প্রাঙ্গন হিন্দু সম্প্রদায়ের  মিলন মেলায় পরিনত  হয়েছে।  এদের মধ্যে নারী ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা সহ প্রসাদ বিতরণ করা হয়। #

পুরোনো সংবাদ

নীলফামারী 6013134416639427694

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item