রংপুরে হকার বাবু হত্যার মূল আসামী গ্রেফতার : হত্যার দায় স্বীকার

এস.কে.মামুন

গত ৭ ডিসেম্বর ২০১৬ তারিখে বাহার কাছনা জুম্মাটারীস্থ পাটোয়াগাড়ীর দোলায় হকার নুরুজ্জামান @ বাবুকে কে বা কারা ধারালো অস্ত্র দ্বারা নৃশংসভাবে হত্যা করে। মামলার তদন্তকারি অফিসার এসআই মামুনুর রশীদ উক্ত হত্যাকান্ডের সাথে দুলাল মিয়া, মহসিন আলী, হালিম মিয়া, সারোয়ার হোসেন, খলিলুর রহমানকে গ্রেফতার করে। গত ২২ জানুয়ারী ঢাকার কেরানীগঞ্জ থানা এলাকা হতে ভিকটিমের জ্যাঠাতো ভাই আসামী খলিলুর রহমানকে ধৃত করে জিজ্ঞাসাবাদ  শেষে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দী প্রদান করে। গ্রেফতারকৃত আসামী দুলাল মিয়া (৩৩) পিতা-মৃত মহির উদ্দিন, মহসিন আলী (২৫) পিতা-নুর ইসলাম উভয় সাং-বাহার কাছনা জুম্মাটারী, সারোয়ার হোসেন (৩০) পিতা- আঃ রাজ্জাক সাং বাহার কাছনা দাওয়াইটারী, কোতয়ালী, রংপুরদেরকে দুই দিনের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে হাজতী আসামী দুলাল মিয়া’র তথ্য ও দেখানো মতে এই মামলার ভিকটিম নুরুজ্জামান @বাবুকে হত্যা কান্ডে ব্যবহৃত ধারালো দুইটি চাপাতি, ভিকটিমের  হত্যাকান্ডের ঘটনাস্থল বাহার কাছনা জুম্মাটারীসহ পাটোয়াগাড়ি দোলার পুরনো নালার ধারে থাকা আনোয়ার হোসেন (৫০) পিতা-মৃত সোনা মিয়া সাং মিস্ত্রিপাড়া এর বন্দকী নেওয়া কলাবাগান সংলগ্ন কলাগাছের স্তূপের ভিতর হতে উদ্ধার করা হয়। পলাতক আসামীদের গ্রেফতারর চেষ্টা অব্যাহত আছে। গতকাল বুধবার দুপুরে সাংবাদিকদের ব্রিফিংকালে রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য জানান। এ সময় রংপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এ. বি. এম জাহিদুল ইসলামসহ রংপুরের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

রংপুর 6871613239540427530

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item