ফুলবাড়ী উপজেলা শিক্ষা অফিসারের সাথে লন্ডন এডুকেশন ট্রাস্টের প্রতিনিধি দলের মতবিনিময় ॥

মোঃ মেহেদি হাসান উজ্জল ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কার্যালয়ে লন্ডন এডুকেশন ট্রাস্টের প্রতিনিধি দল উপজেলা মাধ্যমিক অফিসারের সাথে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে মতবিনিময় করেন।রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কার্যালয়ে ইংল্যান্ডের নিউ লন্ডন এডুকেশন ট্রাস্ট (এনএলইটি) এর চিফ এক্সিকিউটিভ অফিসার ফিল ডেভিস, ট্রাস্টের সদস্য ও প্রধান শিক্ষক আলমগীর কবির চৌধুরী, ইংরেজি শিক্ষিকা এমাম্যাক ডেড, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সাত্তার এর সাথে শিক্ষার মান উন্নয়নে আইসিটি, টিচার মেইনটেন্স, টিচার ট্রেনিং ম্যানেজমেন্ট এডুকেশন, প্রতিবন্ধী বাচ্চাদের ও ঝরে পড়া বাচ্চাদের শিক্ষার মান উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময়, লন্ডন এডুকেশন ট্রাস্টের চিফ এক্সিকিউটিভ সাংবাদিকদের জানান, তারা তাদের ট্রাস্ট থেকে শিক্ষার মান উন্নয়নের জন্য বাংলাদেশে এসেছে। বাংলাদেশের জয়পুরহাট জেলা ও দিনাজপুরের ফুলবাড়ী উপজেলাতে তাদের উক্ত বিষয়গুলো নিয়ে কাজ করবেন। এজন্য তারা ফুলবাড়ী উপজেলায় প্রাথমিক জরিপ কাজ শুরু করেছেন আগামী মার্চ মাস থেকে তারা তাদের কার্যক্রম পুরো শুরু করবেন। এ সময় মতবিনিময় সভায় তাদের কার্যক্রম বিষয় নিয়ে শিক্ষকদের সাথে প্রতিনিধি দল কথা বলেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক ও ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ। 

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 6295836036671309293

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item