কুপন কিনলেই পুরস্কার ১টি টিভি এই লোভে রংপুর নগরবাসী প্রতারিত।কোটি টাকা নিয়ে উধাও

হাজী মারুফ: 
কুপন কিনলেই পুরস্কার এই লোভে রংপুর নগরবাসী প্রতারিত । ১০০০/টাকার কুপণ কিনে ১টি টিভি পাওয়ার সুযোগ পেয়ে রংপুরের দিনমজুর-হতদ্ররিদ্র-ক্ষুদ্র-ব্যবসায়ীরা এই কুপন কিনে প্রতারণার শিকার হয়েছে বলে জানা প্রতারিতদের অভিযোগ সূত্রে গেছে । অভিযোগে জানা যায় রংপুর মৎস্য আড়তের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু ভাই ভাই ইলেকট্রনিক নামে প্রতিষ্ঠানের রংপুরে ডিলারের দায়িত্ব নিয়ে রংপুর নগরীর টার্মিনালে মৎস্য আড়তের পাশেই চালু করে এই কুপন ব্যবসা।১টি কুপন কিনলে ১টি পুরুস্কার টিভি কিন্তু টিভি নেওয়ার আগে কোম্পানীর ৫টি টিকিট ৫,০০০ হাজার টাকায়  বিত্রিু করে দিতে হবে ।এই শর্তে সকলে টিকেট ক্রয় করে কিন্তু কেউ এখন পর্যন্ত পুরুস্কার পায়নি ।
এদিকে নগরীর দোলাপাড়া,  গনেশপুর, গ্রড়াতিগাড়া, দোলাপাড়া তেলীটারী,দেওডোগা,মরিচটারী ৬নং সাতাগাড়া (বতমার্ন ১৪নং ওয়ার্ড) টার্মিনালের মৎস্য ব্যবসায়ী পান ব্যবসায়ী,হোটেল ব্যবসায়ী এমন কি আইন প্রয়োগকারী সংস্থার এস আইএর  সহধমীনিও এই কুপন ত্রুয় করে টাকা খুইয়েছে ।শাহ আলম খোকন নামে কুপন ক্রেতা ৫,হাজার টাকার কুপন ক্রয় করে  অভিযোগ করে প্রতিবেদককে বলেন,  ভাই ভাই ইলেকট্রনিক প্রো: কামরুজ্জামান (কামরুল) ঠিকানা  ২বি,বি এভিনিউ ৩য়তলা হল মাকের্ট ঢাকা এই কোম্পনী রংপুরের মৎস্য আড়তের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের বিশ্বস্ত ব্যাক্তি আনারুল,কামরুজ্জামান ওই প্রতিষ্ঠানে কুপন দিত । হায় হায় কোম্পানীর ঘটনা যখন সবাই জানতে পারে তখন সটকে পড়ে প্রতারক চত্রু । এদিকে সম্পতি পুলিশ প্রতারক চত্রুকে গ্রেফতার করতে গেলে পালিয়ে যায় প্রতারক চত্রুটি । শো-রুমটি নাম মুছে ফেলে মিজু ঢাকায় আত্বগোপন করে আছে । এ ঘটনায় প্রতারিত জনতা  ফুসে উঠছে । নাম না প্রকাশ করার শর্তে মৎস্য ব্যবসায়ী এ প্রতিবেদককে বলেন, যে সবার আগে গ্রেফতার করা দরকার রংপুর নগরীতে মৎস্য আড়তের পাশে যে শো-রুম যার আওতাভুক্ত  মিজানুর রহমান মিজুকে গ্রেফতার করলে থলের বিড়াল বেড় হয়ে আসবে  ।

পুরোনো সংবাদ

রংপুর 5901562896568704005

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item