রংপুরে মিথ্যা মামলা থেকে মুক্তিযোদ্ধা কন্যার অব্যাহতি চেয়ে মানববন্ধন

হাজী মারুফঃ

রংপুরে মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে মুক্তিযোদ্ধা কন্যা ও এলাকাবাসী সোমবার সকালে সিটি প্রেসক্লাবের সামনে  মানববন্ধন করেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধার কণ্যা ঝর্ণা বেগম, এলাকাবাসী হামিদা বেগম, দুলালী বেগম, পেয়ারা বেগম প্রমুখ। মুক্তিযোদ্ধার সন্তান ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, রংপুর নগরীর চন্দনপাট নয়ারহাটে জমি ক্রয় করে বিপাকে পড়েছেন মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা। ৯ নং সেক্টরে যুদ্ধ করা মুক্তিযোদ্ধা আব্দুল জলিল তালুকদার চন্দনপাট নয়ারহাটে ১১ শতক জমি ক্রয় করেন। এলাকার প্রভাবশালী ব্যক্তি জানু হাজি নামে জনৈক ব্যক্তি জমির বায়না সুত্রে মালিক দাবি করেন । পরে জানু হাজী একটি মামলা দায়ের করেন। মামলায় মুক্তিযোদ্ধার জামাতা ও পরিবারের সদস্যদের নামে মামলা দেয়া হয়। এর আগে একটি মামলায় জমি বিক্রেতা আনিছের নামেও একটি মামলা দেয়া হয়। ভুক্তভোগি পরিবারের সদস্যরা মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনে প্রশাসনে হস্তক্ষেপ কামনা করেন।

পুরোনো সংবাদ

রংপুর 4707567173577293149

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item