পীরগঞ্জে উন্নয়ন মেলা /২০১৭ সমাপ্ত

মামুনুর রশিদ মেরাজুল,পীরগঞ্জ রংপুর প্রতিনিধিঃ
উন্নয়নের গনতন্ত্র,শেখ হাসিনার মুলমন্ত্র । শ্লোগান ধারন করে গত ৯ই জানুয়ারী জাকজমক ভাবে রংপুরের পীরগঞ্জে উন্নয়ন মেলা ২০১৭ উদ্বোধন করা হয় । স্বাধীনতার পর এই বছরই সর্ব প্রথম পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বৃহৎ পরিষরে সুশৃঙ্খল ভাবে মেলা বসানোর ব্যাবস্থা করা হয়। উদ্ভোধন উপলক্ষ্যে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,শিক্ষার্থী,রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও উৎসাহি জনগনকে নিয়ে বনাঢ্য-র‌্যালী পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মেলার মুল মঞ্চ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমল কুমার ঘোষ উদ্ভোধন ঘোষনা করেন এবং পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় । ৩দিন ব্যাপী উন্নয়ন মেলায় সরকারী, বে-সরকারী,বিভিন্ন ইউনিয়ন পরিষদের ও উন্নয়ন সহযোগী এনজিওসহ সর্বমোট ৬২টি ষ্টল মেলায় স্থান পায় । মেলা চলাকালীন প্রতিদিন কবিতা আবৃতি, কুইজ প্রতিযোগিতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাবস্থা গ্রহন করা হয় । গত ১১ই জানুয়ারী মেলার সমাপনী দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমল কুমার ঘোষের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার আব্দুল লতিফের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেয়র ও পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ্ মো: তাজিমুল ইসলাম শামিম । প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব নুর মোহাম্মদ মন্ডল, উপজেলা প্রকৌশলী জনাব মজিবর রহমান, অফিসার ইনচার্জ পীরগঞ্জ থানা রেজাউল করিমসহ রাজনৈতিক নেতৃবৃন্দু । বক্তারা বর্তমান সরকারের সঠিক সিধান্তের ফসল হিসাবে ডিজিটাল বাংলাদেশ র্বিনিমানে সরকারের যুগান্তকারী পদক্ষেপের বর্ননা করেন । এয়াড়াও বর্তমান প্রধান মন্ত্রীর নির্বাচনী আসন হওয়ায় রাস্তাঘাট, পুল-কালভাট বিভিন্ন প্রকার শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের শ্রেষ্ঠ উপজেলা হিসাবে নিমার্ধীন করার জন্য চেষ্ঠা করে যাচ্ছেন । অনুষ্ঠানে বিভিন্ন দিনের প্রতিযোগেিদর পুর”স্কার বিতারন শেষে বিচারক কমিটির রায়ে উপজেলা স¦াস্থ্য দপ্তর শ্রেষ্ঠ ষ্টলের পুর”স্কার লাভ করেন । ২য় পুর”স্কার উন্নয়ন সহযোগী ওয়াল্ড ভিশন (এডিপি ) পীরগঞ্জ এবং ১২ নং মিঠিপুর ইউনিয়নকে ৩য় বিজয়ী ঘোষনা করা হয় । এছাড়াও মেলায় ষ্টল দেওয়ার জন্য প্রতিটি দপ্তরকে সম্মনা স¦ারক ও সনদ বিতারন করা হয় । উপজেলা চতরা ইউপির চেয়ারম্যান এনামুল হক শাহিনের ঐকান্তিক প্রচেষ্টায় জমজমাট আতসবাজি করা হয়। শেষে উপজেলার সনামধন্য সাংস্কৃতিক দলের পরিবেশনায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুরোনো সংবাদ

রংপুর 4701610957703322231

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item