নীলফামারীতে উন্নয়ন মেলা নিয়ে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৮ জানুয়ারী॥
বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম, প্রান্তিক পর্যায়ের জনগনের সম্মুখে তুলে ধরতে আগামীকাল ৯ জানুয়ারী  সোমবার হতে ১১ জানুয়ারি পর্যন্ত নীলফামারী হাইস্কুল  মাঠে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা-২০১৭। এ উপলক্ষে আজ রবিবার বেলা  ৩টায় জেলা প্রশাসনের  সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। জেলা প্রশাসক জাকীর হোসেন এ স¤পর্কে বিস্তরিত উল্লেখ করে বলেন, “উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র” শ্লোগানকে সামনে রেখে উন্নয়ন মেলা আয়োজনে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। আগামীকাল সোমবার বিকেল ৩টায় সারা দেশের ন্যায় নীলফামারীর উন্নয়ন মেলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে  উদ্বোধন করবেন। এ ছাড়া নীলফামারী জেলার উন্নয়ন মেলার নীলফামারী জেলা প্রশাসনের সহযোগীতায়  সার্বিক দায়িত্বে রয়েছে রেলমন্ত্রনালয়। এ কারনে নীলফামারীর উন্নয়ন মেলায় উপস্থিত থাকবেন রেলমন্ত্রী মজিবুল হক,রেল মন্ত্রনালয়ের সচিব ফিরোজ সালাউদ্দিন।
 মেলা উদ্ধোধনের আগে জেলা প্রশাসনের কার্যালয় হতে আগামীকাল সোমবার সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে মেলা প্রাঙ্গন নীলফামারী পৌরমাঠে এসে শেষ হবে। মেলায় জেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী দফতরের বিগত ৮ বছরে সরকারের গৃহীত বহুমুখী উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হবে। মেলায় সরকারী ও বেসরকারী বিভিন্ন দপ্তরের ৬২ স্টল থাকবে। নীলফামারীর মেলায় বাংলাদেশ রেলপথ মন্ত্রনালয়ের এক বিশাল স্টলও স্থান পেয়েছে। আনা হয়েছে রেলগাড়ীও। নীলফামারীর উন্নয়ন মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত  চলবে।
 ২০২১ সালের মধ্যে দারির্দ্যমুক্ত মধ্যম আয়ের দেশ গড়ার অঙ্গীকার পূরণে ইতোমধ্যে সরকারী-বেসরকারী দফতরের গৃহীত উন্নয়ন কার্যক্রমের প্রচারের লক্ষ্যে এ মেলা আয়োজন করা হচ্ছে। মেলায় প্রতিদিন সেমিনার, লোকসংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। ভিডিও চিত্রে মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন ছাড়াও বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের প্রদর্শনী থাকবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এ,জে,এম এরশাদ আহসান হাবিব, সহ নীলফামারীর বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ ।

পুরোনো সংবাদ

নীলফামারী 8310703124780234336

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item