নীলফামারীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা ঘিরে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১২ জানুয়ারী॥
নীলফামারী জেলা প্রশাসনের উদ্দোগে আগামী শনিবার থেকে ১৬ জানুয়ারী পর্যন্ত নীলফামারী বড় মাঠে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৭। এ উপলক্ষে সকলকে অবহিত করার জন্য আজ বৃহস্পতিবার(১২ জানুয়ারী) বিকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 জেলা প্রশাসনের আয়োজনে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জাকীর হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) আনোয়ার ইমাম জানান আগামী ১৪,১৫ ও ১৬ জানুয়ারী /২০১৭ তিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা নীলফামারী বড় মাঠে অনুষ্ঠিত হবে।
 একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রধান মন্ত্রীর কার্যালয়ের সহযোগীতায় ও  জেলা প্রশাসনের আয়োজনে তিন দিন ব্যাপী  এই ডিজিটাল উদ্ভাবনী মেলা আগামী শনিবার (১৪ জানুয়ারী) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন রংপুর  বিভাগের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ।
মেলায় মোট ৪টি প্যাভেলিয়ানে  সরকারী ই-সেবা,শিক্ষা,ই-কমার্ন্স এবং তরুন উদ্ভাবক ক্যাটাগরিতে  ৫৮টি স্টল থাকবে। মেলা প্রতিদিন সকাল ১০টা হতে রাত আটটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। আগত দর্শনার্থীগন  মেলায় উচ্চগতি সম্পন্ন বিনামূল্যে ওয়াই-ফাই  ব্যবহার করতে পারবেন। এ ছাড়া প্রতিদিন  ডিজিটাল মেলায় স্কুল কলেজ ও বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে নানা প্রতিযোগীতা মুলক অনুষ্ঠান থাকবে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সংস্কৃতিক অনুষ্ঠান।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জাকীর হোসেন উক্ত ডিজিটাল মেলা সফল করতে নীলফামারীতে কর্মরত সাংবাদিক সহ সকল স্থরের মানুষজনের সহযোগীতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এ,জে,এম এরশাদ আহসান হাবিব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুহাঃ বেলায়েত হোসেন, সহকারী কমিশনার (আইসিটি) সুফল চন্দ্র গোলদার, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক সহ বিভিন্ন সংবাদ পত্রের প্রতিনিধিগন।

পুরোনো সংবাদ

নীলফামারী 83056656921176038

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item