জলঢাকায় অভিনব কায়দায় প্রতারনা।

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ
  নীলফামারীর জলঢাকায অভিনব কায়দায় প্রতারনা করে ত্রিশ হাজার় টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছে এক  ইউ’পি সদস্যের বিরুদ্ধে বেলাল কাজির পত্নী পারভিন আকতার। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের পূর্ব বালাগ্রামের আশরাফ আলীর ছেলে ও ৬নং ওয়ার্ড ইউ’পি সদস্য গোলাম রব্বানীর (৩০) বিরুদ্ধে। জলঢাকা থানার অভিযোগ সুত্রে জানা যায়, ওই ইউনিয়নের নিকাহ রেজিষ্টার বেলাল হোসেন কাজী একটি বাল্যবিবাহ দেওয়ার অপরাধে গত শনিবার ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত হয়ে  নীলফামারী জেল হাজতে থাকায় এই সুযোগে পরের দিন রবিবার বিকালে কাজীর স্ত্রী পারভিন আক্তারকে ইউ’পি সদস্য গোলাম রব্বানী মোবাইল করে জানান, তার স্বামী ( বেলাল হোসেন কাজী) জেল হাজতে হার্ট এ্যাটাক করেছে। গুরুতর অসুস্থ্য, তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। অপারেশন করতে হবে ৯০হাজার টাকার প্রয়োজন। স্বামিকে বাচাতে হলে ৩০হাজার টাকা জরুরী ভাবে অপারেশন খরচ বাবদ বিকাশ নম্বরে পাঠিয়ে দেন। ওই ইউ’পি সদস্যের কথা অনুযায়ী এবং তার দেয়া দুই’টি বিকাশ নম্বরে পারভিন আক্তার ১৫ হাজার করে ৩০হাজার টাকা পাঠিয়ে দেন। ইউ’পি সদস্য রব্বানীর কথা অনুযায়ী আরও ১৫হাজার টাকা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে পারভিন আকতার জানতে পান তার স্বামী  বেলাল হোসেন কাজী সেখানে চিকিৎসাধীন নাই। এই নিয়ে খোজাখুজি শুরু করলে তারা জানতে পারেন ইউ’পি সদস্য গোলাম রব্বানী তাদের সাথে প্রতারনা করেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধানের সাথে কথা হলে তিনি জানান আমি ওই ইউ’পি সদস্যকে টাকা ফেরৎ দিতে বলেছি। জলঢাকা  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোস্তাফিজার রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 7545098013488246486

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item