জলঢাকায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ২৯ জানুয়ারী॥ গত বৃহস্পতিবার ঢাকায় পুলিশের হাতে সাংবাদিক নির্যাতনের ঘটনার প্রতিবাদে আজ রবিবার নীলফামারীর জলঢাকায় এক ঘণ্টা ব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করেছেন সাংবাদিকরা।
জলঢাকা প্রেসক্লাবের আয়োজনে সকাল ১১টার দিকে উপজেলা শহরের জিরো পয়েণ্টে অনুষ্ঠিত ওই মানববন্ধন কর্মসুচিতে জলঢাকায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন। 
মানববন্ধন চলাকালে সেখানে বক্তৃতা করেন জলঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবর রহমান, কালের কণ্ঠের জলঢাকা প্রতিনিধি আসাদুজ্জামান, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, অনাথ আশ্রম চাঁদমনির প্রতিষ্ঠাতা পিজিরুল আলম, জলঢাকা বিজনেজ ম্যানেজমেণ্ট কলেজের অধ্যক্ষ আবেদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান প্রমুখ।
গত বৃহস্পতিবার  জাতীয় কমিটির ডাকা হরতালের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের হামলার শিকার হন বেসরকারী টিভি চ্যানেল এটিএন নিউজের প্রতিবেদন কাজী এহসান বিন দিদার ও ক্যামেরাপারসন আবদুল আলিম।
বক্তারা কাজী এহসান বিন দিদার ও আবদুল আলিমের নির্যাতনকারী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ সকল সাংবাদিক নির্যাতনের বিচার দাবি করেন। এসময় বক্তারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্য প্রত্যাখান করে ওই বক্তব্যের সমালোচনা করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 7481945782564090256

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item