জলঢাকায় বিএনপি নেতা জহুরুল গ্রেফতার

জলঢাকা (নীলফামারী)প্রতিনিধি ২৫ জানুয়ারী॥
নাশকতা মামলায় গ্রেফতারকৃত নীলফামারীর জলঢাকা উপজেলায় গোলানা ইউনিয়নের বিএনপি সভাপতি জহুরুল হককে (৫০) কারাগারে পাঠিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে জলঢাকা থানা থেকে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।এর আগে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার জিন্নার স্কুল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তিনি উপজেলার গোলানা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।
জলঢাকা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ২০১৪ সালে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ ও হরতাল কর্মসূচি পালনকালে ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতা কর্মকান্ডে অংশ নেন জহুরুল।এ সব ঘটনায় তার বিরুদ্ধে থানায় ২টি মামলা দায়ের করা হয়। মামলার পর দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন জহুরুল। এসব মামলায় আদালতে নিয়মিত হাজির না হওয়ায় জহুরুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক।

পুরোনো সংবাদ

নীলফামারী 7040114180789934735

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item