দিনাজপুরে লার্নিং এন্ড আর্নিং মেলার উদ্বোধন করলেন হুইপ ইকবালুর রহিম

আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের উদ্যোগে দিনাজপুর বড় ময়দানে দিন ব্যাপী লানিং এন্ড আর্নিং মেলার উদ্বোধন করা হয়েছে। ২৮ জানুয়ারী শনিবার বেলা ১২টায় মেলায় ফ্রিল্যান্সিং/আউট-সোর্সিং বিষয়ে প্রশিক্ষন উদ্বোধন, সেমিনার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, আজকে দিনাজপুরবাসীর জন্য আনন্দের দিন-উৎসবের দিন, এ ধরনের একটি মেলা দিনাজপুরে অনুষ্ঠিত হচ্ছে যার মধ্য দিয়ে বর্তমান প্রজন্ম, তরুন প্রজন্ম, আগামী প্রজন্ম তথ্য প্রযুক্তির সাথে পরিচিত হয়ে নিজের জীবনমানের উন্নয়ন ঘটাতে পারবে, সমাজের জীবনমানের উন্নয়ন ঘটাতে পারবে এবং নিজেদেরকে আন্তর্জাতিক বিশ্বে পরিচিত করে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করিয়ে জীবিকা অর্জন করার মতো একটা সম্ভবনার দার করাতে তারা উপনিত হবে এ কারনে আজকের এই মেলার উদ্যোগ। এর আগেও বিচ্ছিন্নভাবে উপজেলা পর্যায়ে আমরা এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যে আমরা প্রত্যেকটি উপজেলায় বেশ কিছু ছাত্র-ছাত্রীদের সরকারের পক্ষ থেকে ট্রেনিং দিয়েছি এবং তাদেরকে আত্ম কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছি। ভব্যিষতের সম্ভাবনার দার প্রান্তে পৌছে দিয়েছি।
তিনি আরো বলেন, তথ্য প্রযুক্তির ব্যবহার করে মানুষের আমুল পরিবর্তন করেছি। তথ্য প্রযুক্তির ব্যবহার দিয়ে আমরা গ্রামের মানুষকে গোটা বিশ্বে যোগাযোগ করিয়ে দিয়েছি। মোবাইলে আমরা ইন্টারনেট সংযোগ দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধামুক্ত-দারিদ্রমুক্ত-নিরক্ষরতামুক্ত একটি বাংলাদেশ গড়তে চায়। সরকারকে বুদ্ধি পরামর্শ ও সাহস দিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজিব ওয়াজেদ জয় দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম রাব্বির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, আইসিটি বিভাগের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর নবিউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন এলইডিপি প্রজেক্টের আইটি কনসালটেন্ট এসএম রাফায়েত হোসেন রাফু। মেলায় ৩০টি স্টল স্থান পেয়েছে। শেষে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

পুরোনো সংবাদ

দিনাজপুর 8050904862493408664

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item