ডিমলায় জমি নিয়ে সংঘর্ষে আহত ব্যাক্তির মৃত্যু ॥ গ্রেফতার ১

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৫ জানুয়ারী॥
নীলফামারীর ডিমলায় জমি নিয়ে বিরোধে জেরে আহত রবিউল ইসলাম (৪০) দীর্ঘ ২২দিন পর বুধবার রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। রাতে পুলিশ অভিযান চালিয়ে উক্ত ঘটনার প্রধান আসামী সফিকুল ইসলাম ওরফে ছবি (৪৫) কে গ্রেফতার করে। সে নাউতরা ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের মৃত্য আলম খানের পুত্র। নিহত রবিউল ইসলামের স্ত্রী জাহানারা বেগম বাদী হয়ে ১২জনকে আসামী করে ডিমলা থানায় মামলা-৩ দায়ের করেছে। বৃহস্পতিবার লাশের ময়না তদন্তের জন্য জেলার মর্গে প্রেরন করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, গত বছরের ১৩ ডিসেম্বর নাউতরা ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের রবিউল ইসলামের বড়ভাই আব্দুল জব্বারের সাথে একই এলাকার সফিকুল ইসলাম ওরফে ছবি সাথে জমি নিয়ে দ্বন্দের জেরে মারামারি হয়। এ সময় বহিরাগত সন্ত্রাসীরা সফিকুল ইসলামের পক্ষ নিয়ে রবিউল ইসলামকে বেদম মারপিট করে। ঘটনাস্থলে ৪জন আহত অবস্থায় উদ্ধার করে ডিমলা হাসপাতালে ভর্তি করা হলেও রবিউল ইসলাম, নওশের আলী ও আব্দুল জব্বারকে রংপুর হাসপাতালে হস্তান্তর করা হয়। বুধবার (৪ জানুয়ারী) রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিউল মৃত্যু বরন করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিমলা থানার এসআই শাহাবুদ্দিন বলেন, মৃত্য রবিউল ইসলামের স্ত্রী জাহানারা বেগমের অভিযোগের ভিত্তিতে ১২জনকে আসামী করে ডিমলা থানায় মামলা দায়ের হলে প্রধান আসামী সফিকুল ইসলামে গ্রেফতার করে আদালতের মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে জেলা কারাগাড়ে পাঠানো হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 9057527859406905827

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item