সৈয়দপুর উপজেলা হোটেল এন্ড রেষ্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্র্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 সৈয়দপুর উপজেলা হোটেল এন্ড রেষ্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং- রাজ ১৭৯৩) ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গত ২৬ ডিসেম্বর ওই তফসিল ঘোষনা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর থেকে ২ জানুযায়ী ২০১৭ইং পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র দাখিল ৪ জানুযায়ী বিকেল  ৫টা পর্যন্ত। ৬ জানুয়ারী মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৮ জানুয়ারী। আর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে ৯ জানুয়ারী।  নির্বাচনের ভোটগ্রহন করা হবে ২০ জানুয়ারী। ওই দিন সৈয়দপুর পৌরসভা টাউন হলে সকাল ৮টা বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোটগ্রহন করা হবে। এ নির্বাচনের মধ্যদিয়ে সংগঠনের ১২ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। এতে মোট ৭১৭জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে গত ২৩ ডিসেম্বর সংগঠনের এক সাধারণ সভা শহরের সবজি বাজারস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শ্রমিক নেতা  মো. রোস্তম আলী।
 প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক। 
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জয়নাল আবেদীন,খায়রুল ইসলাম, নজরুল ইসলাম ও মো.সাইদুল ইসলাম প্রমূখ।
সভায় সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের জন্য ৫ সদস্য বিশিষ্ট  একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এ কমিটির আহবায়ক হয়েছে মো. মোখলেছুর রহমান মিন্টু। কমিটির অন্য সদস্যরা হলেন মো. মাসুম, এম এ করিম মিষ্টার, মো. নেহাল ও মো. সাইদুল ইসলাম।

পুরোনো সংবাদ

নীলফামারী 7533687770101950532

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item