পীরগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টাঃ থানায় মামলা আতংকে ধর্ষিতার পরিবার!

মামুনুর রশিদ মেরাজুল পীরগঞ্জ (রংপুর) থেকেঃ
পীরগঞ্জে দরিদ্র স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনার ১২ দিন পর থানা পুলিশ মামলা নিলেও আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গত ৩০ নভেমম্বর সন্ধ্যায় উপজেলার চতরা ইউনিয়নের কাঠালপাড়া গ্রামে এ ধর্ষণের ঘটনাটি ঘটেছিল।
মামলা ও ধর্ষিত পরিবার সূত্রে জানা গেছে, বর্নিত গ্রামের হত-দরিদ্র ঘরের মেয়ে কাঞ্চনবাজার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ে যাতায়াতে প্রায়ই পার্শ্ববর্তী ফিরোজ মিয়া নামের এক যুবক তাকে উত্তক্ত করত। ঘটনার রাতে মালিহা আক্তার লিমা ঘরে লেখাপড়া করছিল। এ সময় তার মা পাশের বাড়িতে অবস্থান করায় পার্শ্ববর্তী বাড়ীর আলম বাদশার ছেলে চতরা ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্র ফিরোজ মিয়া নির্জনতার সুযোগে ঘরে প্রবেশ করে জোরপূর্বক ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে মা রোকসানা বেগম ছুটে এলে ধর্ষক তার ব্যবহৃত মোবাইল ফোন, আন্ডার প্যান্ট ও পায়ের স্যান্ডেল রেখে পালিয়ে যায়। রাতেই ঘটনাটি স্থানীয় ইউপি সদস্য রাজা মিয়াকে জানানো হলে তিনি বিষয়টি ধাপাচাপা দেয়ার চেষ্টা চালিয়ে যান। এক পর্যায়ে কোন প্রকার ঝামেলা না করার জন্য ওই ছাত্রীর পরিবারকে হুমকি প্রদান করেন। এদিকে তিনি পরদিন সকালে আবারও ধর্ষিতার বাবা বকুল মিয়ার হাতে নগত ৫ শত টাকা ও একই গ্রামের আব্দুস সাত্তার নামীয় ১০টাকা কেজির একটি রেশনিং কার্ড দিয়ে ঘরবাড়ী করে দেয়ার প্রতিশ্রুতি দেন। এভাবে কেটে যায় ১০ দিন। নিরুপায় হয়ে ধর্ষিতার পরিবার ইউ,পি চেয়ারম্যান এনামুল হক শাহীনকে ঘটনাটি জানালে তিনি ঢাকায় আছেন জানিয়ে ফিরে এসে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এরপর চেয়ারম্যান ধর্ষিতার পরিবারকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। এদিকে ৯ ডিসেম্বর তার বাবা মা মেয়ে মালিহাকে সাথে নিয়ে থানায় এসে ধর্ষনের অভিযোগ দাখিল করলে পুলিশ ১২ ডিসেম্বর অভিযোগটি আমলে নিয়ে মামলা রের্কড করেন। যার নং-২২। মামলা দায়েরের পর থেকে ধর্ষকের পরিবার ধর্ষিতার পরিবারকে বিভিন্ন প্রকার ভয়ভীতিসহ হুমকি দিয়ে আসছে বলে জানায় ধর্ষিতার পরিবার। মামলা দায়েরের এক সপ্তাহ অতিবাহিত হলেও আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল মতিন জানান‘ ওই যুবকের এক জোড়া স্যান্ডেল, আন্ডার প্যান্ট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মামলা তদন্ত চলছে। সে সাথে আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 7136164783323319250

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item