দলীয় শৃংখলা ও সিদ্ধান্ত অমান্য করায় পীরগঞ্জে আ’লীগের বিশেষ বর্ধিত সভায় ৪ সদস্যকে অব্যহতি

মামুনুর রশিদ মেরাজুল পীরগঞ্জ (রংপুর) থেকেঃ
পীরগঞ্জে দলীয় শৃংখলা ও সিদ্ধান্ত অমান্য করে জেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ার অভিযোগে  আ’লীগের ৪ সদস্যকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অব্যাহতি প্রাপ্ত হলেন উপজেলা আ’লীগের কার্যকরি কমিটির সদস্য মোনছেফা পারভীন, শানেরহাট ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক খন্দকার সাইফুর রহমান সুমন , মিঠিপুর ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি হামিদুর রহমান মঞ্জু ও কৃষকলীগ পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার রাশেদুল ইসলাম।
গত রোববার রাতে অনুষ্ঠিত উপজেলা আ’লীগের বিশেষ বর্ধিত সভায় দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে ওই ৪ সদস্যকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়ার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয় । উপজেলা আ’লীগের সহ সভাপতি অধ্যক্ষ মমিনুল ইসলাম রনতু’র সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায়- রংপুর জেলা আ’লীগের সহসভাপতি- আলহাজ্ব একেএম ছায়াদত হোসেন বকুল প্রধান অতিথি ছিলেন। বক্তব্য রাখেন-উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আবু ছালেহ মো: তাজিমুল ইসলাম শামীম,যুগ্মসম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস পবিত্র, সাংগাঠনিক সম্পাদক রুহুল আমিন বিএসসি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক- আব্দুল মমিন আকন্দ, দফতর সম্পাদক- রুহুল আমিন মেম্বর, আইন বিষয়ক সম্পাদক-সন্তোষ কুমার বিশ্বাস, সদস্য ও শানেরহাট ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মন্টু, কাবিলপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম , টুকুরিয়া ইউপি আতোয়ার রহমান মন্ডল,  লুৎফর রহমান মন্ডল, সদস্য আজাহার আলী ও উপজেলা আ’লীগ সমর্থিত রংপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদ প্রার্থী রংপুর জেলা আ’লীগের উপদেষ্টা আলহাজ্ব খলিলুর রহমান মন্ডল, উপজেলা আ’লীগের সহসভাপতি আলহাজ্ব মকবুল হোসেন সর্দার, ও যুগ্মসম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। পীরগঞ্জ উপজেলা আ’লীগের এক প্রেসবিঞ্জপ্তিতে এ কথা জানানো হয়।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 3119831842557595599

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item