পীরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মমিন আকন্দের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মামুনুর রশিদ মেরাজুল পীরগঞ্জ (রংপুর) থেকেঃ 

গতকাল মঙ্গলবার বাদ আছর পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও পীরগঞ্জ উপজেলার আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মরহুম আব্দুল মমিন আকন্দের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। মাওলানা আলহাজ্ব খলিলুর রহমান ওই জানাযা’র নামাজ পড়ান। তার জানাযায় সরকারি পদস্থ কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো মুসুল্লি অংশ গ্রহণ করে। জানাযার আগে জাতীয় সংসদের স্পীকার ও পীরগঞ্জের সংসদ সদস্য ড. শিরীর শারমিন চৌধুরী’র পক্ষে মরহুমের কফিনে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, রংপুর জেলা ছাত্রলীগ, ড. ওয়াজেদ সৃতি সংসদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও মরহুমের জেষ্ঠ্য ভায়রাভাই আব্দুল জলিল মিয়া, প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সহকারি-১ (সাবেক) ও ঢাকাস্থ পীরগঞ্জ (রংপুর) সমিতির সভাপতি যুগ্ম-সচিব আলহাজ্ব জাহাঙ্গীর আলম বুলবুল, রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ, সহসভাপতি আলহাজ্ব এ.কে.এম ছায়াদত হোসেন বকুল, সাধারণ সম্পাদক এ্যাড রেজাউল করিম রাজু, রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ফজলার রহমান, ইউএনও, সহকারি কমিশনার ভূমি এ্যাসিল্যান্ড মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি মোতাহারুল হক বাবলু, সহ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, মমিনুল ইসলাম রন্তু, আলহাজ্ব মকবুল হোসেন সর্দার, সম্পাদক ও পীরগঞ্জ পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের কফিনে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের একটি সুশজ্জিত দল রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমকে গার্ড অব অনার প্রদান শেষে পীরগঞ্জ সরকারি কবর (নতুন) স্থানে মরহুমরে লাশ কবরস্থ করা হয়।
উল্লেখ্য, গতকাল সোমবার সন্ধ্যায় পীরগঞ্জ-খালাশপীর সড়কের খালাশপীর পেট্রোল পাম্পের পশ্চিমে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুল মমিন আকন্দ (৬৩) মারা যান।  আব্দুল মমিন আকন্দ ১৯৫৪ সালে উপজেলার মিঠিপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তার বাবা আলহাজ্ব কোমর উদ্দিন আকন্দ। ১৯৭১ সালে দেশ মাতৃকার টানে তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীনে ভুমিকা রাখেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি পীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এবং উপজেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিলেন। কবি ও লেখক হিসেবেও তার পরিচিতি ছিলো। তাঁর লেখা আগুন ঝরা গ্রহকালসহ একাধিক বই প্রকাশ হয়েছে। জানাযা পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় পীরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদটি মরহুম আব্দুল মমিন আকন্দের নামে নামকরণের জন্য দাবী জানানো হয়।

পুরোনো সংবাদ

রংপুর 7978440116138690794

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item