রংপুরে স্ত্রী কর্তৃক স্বামীকে মারপিটের ঘটনার আদালতে চার্জশিট দাখিল

রংপুর অফিস.

অবশেষে স্ত্রী কর্তৃক স্বামীকে মারপিটের ঘটনায় রংপুর কোতয়ালী থানা পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেছেন। স্ত্রীর পরকীয়ার খেশারত দিতে গিয়ে পাষানী স্ত্রীর দেওয়া পারদ খেয়ে পঙ্গু হয়েছে হতভাগ্য স্বামী। শুধু তাই নয় ৪ বছরের শিশু পুত্রকে দেখতে গিয়ে স্ত্রী এবং তার লোকজনের হাতে এলোপাতাড়ী মার ও খেতে হয়েছে সাইদুল ইসলামকে। থানায় লিখিত অভিযোগে জানা যায়- রংপুর মহানগরীর ৩৩নং ওয়ার্ডের মেকুরা বড়বাড়ী গ্রামের মৃত্যু শাহাদৎউল্লাহর ছেলে মোঃ সাইদুল ইসলাম পার্শ্ববর্তী সাহেব বাজারের নুর ইসলামের মেয়ে নাসিমা আক্তারের এক যুগপূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহের পর স্ত্রীকে নিজ প্রচেষ্টায় মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করিয়ে আরডিআরএস-এ চাকুরীতে যোগদান করান সাইদুল। চাকুরী পাওয়ার পর পরকিয়া প্রেমে আসক্ত হয়েপড়ে স্ত্রী নাসিমা, এতে করে স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতী হওয়ায় স্ত্রী নাছিমা কৌশলে পরিকল্পনা মাফিক কাঁচা পারদ খাওয়ায়। এতে সাইদুল হকের সমস্ত শরীর প্রায় পঙ্গু হয়ে যায়। এর এক পর্যায়ে সাইদুল হককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে তাদের একমাত্র সন্তান নিলয়কে নিয়ে নাছিমা তার বাবার বাড়িতে চলে যায়। অসুস্থ অবস্থায় আরডিআরএস রংপুর অফিসে সাইদুল বিচার প্রার্থী হলে স্ত্রী নাছিমার চাকুরী চলে যায়। গত ২৭ অক্টোবর সকালবেলা সাইদুল হক চার্জার যোগে সঙ্গি রাসেলকে নিয়ে পুত্র সন্তান নিলয়ের জন্য ছোট বাইসাইকেল, জুস, চকলেট সহ বিভিন্ন সামগ্রী নিয়ে ছেলেকে দেওয়ার জন্য শশুরালয়ে পৌছালে স্ত্রী নাছিমা আক্তার নিজে এবং তার ভাই নুর ইসলাম, লুকু মিয়া, মা জোসনা বেগম, ভাবী ময়না খাতুন এক যোগে আলোপাতাড়ী ভাবে পঙ্গু সাইদুল ইসলামকে মারধর করে। চিকিৎসক সুকুমার মজুমদার মেডিসিন বিভাগ, ডাঃ মোঃ এমদাদুল হক, নিউরো মেডিসিন ডাঃ মখলেসুর ইন্টারনাল মেডিসিন, ডাঃ সফিকুল ইসলাম (অর্থোসার্জারী), ডাঃ প্রশান্ত কুমার পন্ডিত মেডিসিন ও অধ্যাপক এম হাবিবুর রহমান এডিন রংপুর মেডিকলেজ হাসপাতাল জানিয়েছেন সাইদুল ইসলামের শরীরে কাঁচা পারদের অস্তিত্ব নিশ্চিত বিরাজমান। এ বিষয়ে নাসিমা আক্তারের সঙ্গে মোবাইল ফেনে যোগাযোগ করা হলে সে পঙ্গু স্বামীকে মারধরের কথা স্বিকার করে বলেন প্রয়োজনে আবারও তাকে মারধর করা হবে। স্থানীয় প্রতিবেশী সিদ্দিক আফসার, আহাদ, আজাদ, আফজাল, রাজিবুল, মতিয়ার জানান পরকীয়ার বিষয়টি স্বীকার করেন। এ বিষয়ে ২৮/১০/২০১৬ইং তারিখে রংপুর কোতয়ালী থানায় মোঃ সাইদুল ইসলাম একটি সাধারন ডায়েরী দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ০৬/১১/২০১৬ইং তারিখে আদালতে রংপুর কোতয়ালী থানা পুলিশের এস আই রায়হানুল রাজ দুলাল আদালতে প্রতিবেদন দাখিল করেন। এদিকে বাদী সাইদুল ইসলাম সন্তান নিলয়ের নিরাপত্তার আশংখার কথা জানান।

পুরোনো সংবাদ

রংপুর 8628440585437438303

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item