জাতীয় কবিতা পরিষদ রংপুরের ৩৫০তম কবিতা পারায়ন উৎসব অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি-
জাতীয় কবিতা পরিষদ রংপুর বিভাগীয় শাখার ৩৫০তম কবিতা পারায়ন উৎসব ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান শুক্রবার(০৯ ডিসেম্বর )রংপুর পাবলিক লাইব্রেরী হলে অনুষ্ঠিত হয়। এতে সম্মানীত অতিথি ছিলেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক অধ্যাপক কবি ড. নীলিমা চৌধুরী ও বিশ্ববরেণ্য ফটো সাংবাদিক পাভেল রহমান। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক কবি ও সংস্কৃতি কর্মীদের অংশগ্রহনে আবৃত্তি ও  কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রংপুরের প্রখ্যাত ছড়াকার আনিসুল হক  ও বীর মুক্তিযোদ্ধা কবি নূর মোহাম্মদ সরকার এবং অধ্যাপক মলয় কিশোর ভট্টাচার্য সাথে কবি সুরাজ চৌধুরীকে সংবর্ধনা স্মারক ও কবি ব্রজ গোপাল রায় ও বিশিষ্ট ছড়াকার মৌসুমী শংকর ঋতাকে প্রীতি স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে আরো অতিথি ছিলেন এ্যাড. জিতেন্দ্রনাথ রায়, অধ্যাপক সামসউল হক ও বিশিষ্ট শিক্ষাবীদ অধ্যাপক রেজাউল ইসলাম বসুনিয়া। সংগঠনের সাধারণ সম্পাদক মনজিল মুরাদ লাভলুর উপস্থাপনায় অনুষ্ঠানস্থলটি রংপুরসহ উত্তরাঞ্চলের কবিদের মিলন মেলায় পরিণত হয়। এদিকে অনুষ্ঠানটি সফল করায় রংপুর সকল কবি সাহিত্যিকবৃন্দকে জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক মনজিল মুরাদ লাভলু কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 3744305770337704732

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item