নীলফামারী জেলা পরিষদ নির্বাচন জামানত হারালেন ২৮ সদস্য প্রার্থী

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৩১ ডিসেম্বর॥
নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত ও সাধারন সদস্য পদে ৮৩ জনের মধ্যে জামানত হারিয়েছেন ২৮ প্রার্থী। এর মধ্যে শূন্য ভোটে ৯ জন এবং মোট ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেয়ে ১৯জন তাদের জামানত হারিয়েছেন।
গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে ১৫টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৬৬টি জন প্রার্থীর মধ্যে ২৪ প্রার্থী এবং সংরক্ষিত ৫টি নারী সদস্য পদে ১৭ জনের মধ্যে জামানত হারিয়েছেন ৪জন। প্রকাশ থাকে যে জেলা পরিষদ নির্বাচনে ভোটার ছিলেন ছয় উপজেলা পরিষদের চেয়ারম্যান , দুইজন করে ভাইস চেয়ারম্যান , ৪ পৌর পৌরসভার মেয়র ও কাউন্সিলার, সংরক্ষিত আসনের কাউন্সিলার এবং ৬১ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান , ইউপি সংরক্ষিত সদস্যা ও সাধারন সদস্যগন। মোট ভোটার সংখ্যা ছিল ৮৫৫ জন । এরমধ্যে নারী ভোটার ২০৩ জন।

শুন্য ভোট পেয়েছে ৯জনঃ-

সাধারণ সদস্য পদে ৬টি ওয়ার্ডে শুন্য ভোট পেয়ে জামানত হারিয়েছেন নয় প্রার্থী। এরা হলেন, এক নম্বর ওয়ার্ডে এ.কে.এম জাহাঙ্গীর আলম, মো. আব্দুল্লাহ, ফিরোজ পারভেজ, চার নম্বর ওয়ার্ডে এ.টি.এম নূর হোসেন, ৫নম্বর ওয়ার্ডে মোহাম্মদ শামসুল আলম, ৭নম্বর ওয়ার্ডে হাফিজুল ইসলাম, ৮নম্বর ওয়ার্ডে বীরেন্দ্র নাথ শর্মা, ১৪ নম্বর ওয়ার্ডে রোকনুজ্জামান সেলিম ও ১৫ নম্বর ওয়ার্ডে শ্রী ভুবন চন্দ্র মহন্ত।

১টি করে ভোট পেয়েছে ৩জনঃ-
অপর দিকে সাধারণ সদস্য পদে একটি করে ভোট পেয়ে যারা জামানত হারালেন তারা হলেন, ২নম্বর ওয়ার্ডে নুরুজ্জামান বাবলু, ৬নম্বর ওয়ার্ডে নব কমুার রায়, ১৪ নম্বর ওয়ার্ডে  আতোয়ার হোসেন।

২টি করে ভোট পেয়েছে ৬ জনঃ- দুটি করে ভোট পেয়ে জামানত হারানোরা হলেন, ২নম্বর ওয়ার্ডে আব্দুল হাকিম ভুট্টু, ৮নম্বর ওয়ার্ডে মোবাশ্বের রাশেদ্বীন, ১১ নম্বর ওয়ার্ডে রুহুল আমিন, ১২ নম্বর ওয়ার্ডে সাইফুল ইসলাম, ১৩ নম্বর ওয়ার্ডে কামরুজ্জামান ও ১৫ নম্বর ওয়ার্ডে আজিজুল ইসলাম।

এক ভাগের কম ভোট পেয়েছে ৬ জনঃ-এছাড়াও মোট ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেয়ে জামানোত হারিয়েছেন ২ নম্বর ওয়ার্ডের সিদ্দিকুর রহমান লায়ন, তৈয়ব আলী, ৫ নম্বর ওয়ার্ডের আসাদুজ্জামান, ৭ নম্বর ওয়ার্ডে তৈয়বুর রহমান, ফরহাদ আজাদ ও ১৫ নম্বর ওয়ার্ডে আবুল সানোয়ার চৌধুরী।
জামানত হারানো ৪জন সংরক্ষিত প্রার্থীঃ- সংরক্ষিত নারী সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে মিনতি রাণী সেন. ২ নম্বর ওয়ার্ডে  আল্পনা রায় ও ভারতী রানী রায় ও ৫ নম্বর ওয়ার্ডে নিলুফা ইয়াছমিন জামানত হারিয়েছেন।
উল্লেখ্য, নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন,  সংরক্ষিত নারী আসনের ৫টি ওয়ার্ডে ১৭জন এবং ১৫টি সাধারণ সদস্য পদে ৬৬জন প্রার্থী প্রতীদ্বন্দ্বীতা করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্ণিং কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন ওই ২৮ প্রার্থীর জামানত হারানোর কথা জানান।

পুরোনো সংবাদ

নীলফামারী 6081524222339474686

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item