জলঢাকায় কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকায় রবিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জলঢাকার আয়োজনে খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট প্রকল্পের আওতায় শৌলমারী ইউনিয়নের বড়বাড়ী বানিয়াপাড়ায় কৃষক মাঠ স্কুলের সমাপনী দিবস অনুষ্ঠিত হয়। শৌলমারী ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রসেনজিৎ কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহ মুহাম্মদ মাহফুজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ নীলফামারী জেলার প্রাক্তন সভাপতি জয়নাল আবেদিন, নীলফামারী জেলার প্রাক্তন সিভিল সার্জন রেজাউল করিম, আইএফএমসি প্রকল্পের রংপুর অঞ্চলের সহকারী মনিটরিং অফিসার মোঃ তললিম উদ্দিন এবং সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আজমল আলম।

স্কুলের সদস্যগণসহ বিপুল সংখ্যক কৃষকের উপস্থিতিতে প্রথমে স্কুলের কৃষকগণ কর্তৃক নির্মিত ও উপস্থাপিত আধুনিক কৃষি প্রযুক্তি সম্বলিত ৬ টি সূদৃশ্য স্টল পরিদর্শন করা হয়। আইএফএম, সমন্বিত ধান চাষ ব্যবস্থাপনা, হাঁস-মুরগী পালন, ছাগল ও গরু পালন, বসত বাড়ি বাগান ও পুষ্টি এবং কৃষক সংগঠন ও মাছ চাষ নামক ০৬ টি স্টল আমন্ত্রিত অতিথিবৃন্দসহ সকল কৃষকবৃন্দ উপভোগ করেন এবং ভূয়সী প্রশংসা করেন।  পরে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি সমূহ গ্রহনে উদ্বুদ্ধ করেন এবং প্রশিক্ষিত কৃষকদের পরশী কৃষকদের নিকট এসব প্রযুক্তি ছড়িয়ে দিয়ে দেশের উন্নয়নে অংশীদার হতে আহবান জানান। স্কুলের ২৫ টি পরিবারকে নগদ অর্থ সহায়তা ছাড়াও ৩ জন শ্রেষ্ঠ কৃষককে পুরুস্কৃত করা হয়।  মাঠ দিবসে শৌলমারী ইউনিয়নের সদস্যবৃন্দ ছাড়াও উপজেলা কৃষি অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 5126412694221048486

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item