ইবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের বিজয়

হুমায়ুন কবীর জীবন,ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষক প্যানেল জয়লাভ করেছে। এতে সভাপতি পদে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান ১৫৭ ভোট পেয়ে সভাপতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন ১৬৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে অনুষদ ভবনের করিডোরে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. কাজী আখতার হোসেন এ ফলাফল ঘোষণা করেন।

জানা যায়, ইবি শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০১৬-এ শিক্ষকদের দুটি প্যানেলের মধ্যে একদিকে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ, মহান মুক্তিযুদ্ধ ও বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক প্যানেল অপরদিকে বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে ভোটের আগেই আওয়ামীপন্থী শিক্ষক প্যানেল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রফেসর ড. মোহা. সাইদুর রহমান নির্বাচিত হন।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৩৫৬ ভোটের মধ্যে ৩১২জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ব্যবসায় প্রশাসন অনুষদরে ডিন প্রফেসর ড. কাজী আখতার হোসেন, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মো. ওবায়দুল ইসলাম এবং ফলিত পদার্থ বিভাগের মো. আব্দুর রাজ্জাক।

নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে শাহাদত হোসেন আজাদ, কোষাধ্যক্ষ পদে প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং সদস্য পদে প্রফেসর ড. রুহুল কুদ্দুস মো. সালেহ, ড. মো. কামাল উদ্দিন, ড. মো. জাকারিয়া রহমান, ড. মো. আলমগীর হোসেন ভূইয়াঁ, ড. মো. জাহাঙ্গীর হোসেন, ড. মো. মাহবুবর রহমান, ড. এ.এইচ.এম আক্তারুল ইসলাম, ড. পরেশ চন্দ্র বর্ম্মন, ড. মো. মাহবুবুল আরফিন, মো. আব্দুল মুঈদ নির্বাচিত হয়েছেন।
এদিকে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. হারুন উর রশিদ আসকারী, প্রো-ভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহাসহ ইবি বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, ইবি সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 1754282672618501933

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item