সুন্দরগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ::

    গাইবান্ধার সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে।
দিবসটি উদ্যাপনের লক্ষ্যে রাত ১২ টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনীর পর মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ, বিভিন্ন রাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন প্রতিষ্ঠান সমূহের পক্ষ থেকে পৃথক-পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।
শুক্রবার প্রত্যুশে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, কুচ-কাওয়াজ, প্রতিযোগিতা ও সংবর্ধণানুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এ দিবসে উপজেলা প্রশাসনে আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারে সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় জাতীয় সংসদ সদস্য মন্জুরুল ইসলাম লিটনের বদলে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)- মুহাম্মদ হাবিবুল আলমের মাধ্যমে সংবর্ধনা গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গ। এদিকে, সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ধোপাডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়, বাজারপাড়া কারিগরি স্কুল ও বিএম কলেজ, কাশিম বাজার বালিকা উচ্চ বিদ্যালয়, পুটিমারী উচ্চ বিদ্যালয়, কিশামত হলদিয়া উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি উপলক্ষ্যে নানা কর্মসূচী পালন করে।

পুরোনো সংবাদ

গাইবান্ধা 4071648595945567114

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item