সুন্দরগঞ্জে ২০ গ্রামবাসীর ভরসা একমাত্র সাঁকো

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ::

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ও বেলকা ইউনিয়নসহ ২০ গ্রামবাসীর তিস্তার একটি শাখা পারাপারে একমাত্র বাঁশের সাঁকোই ভরসা।
    তারাপুর ইউনিয়নের লাটশালা, রহমত চর, শন্তোষ অবিরাম, নাগরা কুড়া, চর খোর্দ্দা, খোর্দ্দা, থেতরাইসহ পাশ্ববর্তী জেলা কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাজার-হাজার মানুষের প্রতিনিয়ত সুন্দরগঞ্জ উপজেলাসহ বিভাগীয় শহর রংপুরে প্রয়োজনীয় কাজ কর্মে  যোগাযোগার জন্য খোর্দ্দা-নামাপাড়া পথ ধরে যাতাযত করতে হয়। ঐ পথে তিস্তা শাখা নদী খোর্দ্দা নামাপাড়ায় ব্রিজ নির্মিত না হওয়ায় এ সব চরের সঙ্গে শহর-বন্দরের যোগাযোগ রক্ষা করতে একমাত্র বাঁশের সাঁকোর উপর নির্ভর করে থাকেন। সাঁকোটি প্রয়োজনের তাগিদে স্থানীয়ভাবে উদ্যোগ নিয়ে নির্মাণ করেন এলাকাবাসীর্। প্রায় ৩শ’ ফুট দীর্ঘ নির্মিত নড়-বড়ে সাঁকোটির উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যহ স্কুল, কলেজগামী শিক্ষার্থী, ব্যবসায়ীসহ ২০ গ্রামের হাজার-হাজার মানুষ পাড়াপাড় করছেন। এব্যাপারে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান- সরকার ঐ এলাকায় ব্রিজটি নির্মাণ করলে ২০ গ্রামের মানুষের যাতায়াতের পথ সুগম হবে। উক্ত স্থানে ব্রিজ নির্মাণের দাবীকে প্রাণের দাবী বলে মনে করেন ভুক্তভোগি মানুষ-জন।

পুরোনো সংবাদ

জনদূর্ভোগ 5756699032268904282

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item