ডিমলায় শুল্ক ফাকির অভিযোগে গরু ব্যবসায়ী গ্রেফতার

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ৬ ডিসেম্বর॥
করিডোরের মাধ্যমে ভারত হতে গরু এনে শুল্ক ফাঁকি দেয়ার অভিযোগের মামলায় পুলিশ নীলফামারীর ডিমলা উপজেলায় আব্দুল আজিজ (৩০) নামের এক গরু ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তাকে আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়। উক্ত গরু ব্যবসায়ী উপজেলার পশ্চিম ছাতনাই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়  শুল্ক ফাকি দিয়ে ভারতীয় ৪টি গরু অবৈধভাবে বাংলাদেশে আনার অপরাধে উপজেলার বালাপাড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হাফিজুর রহমান বাদী হয়ে ১৯৭৪ এর বিশেষ ক্ষমতা আইনের ২৫ খ (১) (খ) ধারায়  ডিমলা থানায় মামলা  দায়ের করেন। মামলার বাদী বলেন, ভারত থেকে অবৈধভাবে আব্দুল আজিজ ও একই এলাকার তাহের আলী ছেলে রফিকুল ইসলাম (৩৫) চোরাকারবারী পথে ৪টি গরু নিয়ে আসে। আটককৃত গরুগুলোর আনুমানিক মুল্য এক লাখ ৪০ হাজার টাকা। বিজিবি আটককৃত চারটি গরু আজ মঙ্গলবার সকালে পাটগ্রাম শুল্ক কার্যালয়ে জমা দিয়েছে।
ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুল্ক ফাকির অভিযোগের মামলায় গতকাল সোমবার (৫ ডিসেম্বর) রাতে আব্দুল আজিজকে গ্রেফতার করে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 6357393740215002430

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item