অনুমোদনহীন ডায়োগনস্টিক সেন্টারে সিজার: নবজাতকসহ মায়ের মৃত্যু

রংপুর অফিস.

রংপুর জেলার বদরগঞ্জে অনুমোদনহীন একটি ডায়াগনস্টিক সেন্টারে সার্জারি চিকিৎসক দিয়ে সিজার করাতে গিয়ে দুই নবজাতকসহ মাজেদা খাতুন (৩৪) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ নভেম্বর) বদরগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকার ডা. মোখলেছার রহমান ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। নিহত মাজেদা খাতুন ৬নং ওয়ার্ডের সর্দারপাড়া জামুবাড়ি এলাকার দলিল লেখক আব্দস সালামের স্ত্রী।নিহতের পরিবার জানান, মাজেদা খাতুনের প্রসব বেদনা উঠলে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। এ সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি চিকিৎসক আরএইচ নেওয়াজ প্রসূতির অপারেশন  করেন। অপারেশনে যমজ শিশুর জন্ম হয়। একপর্যায়ে মাজেদার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে দুই নবজাতকসহ তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক যমজ নবজাতকসহ মাজেদা খাতুনকে মৃত ঘোষণা করেন।এঘটনার পর বিষয়টি ধাপাচাপা দিতে দিনভর নানা তৎপরতা চালান ডাযাগনস্টিক সেন্টারের মালিক মুকুল মিয়া। সন্ধ্যার পর বিষয়টি জানাজানি হলে তা গণমাধ্যম কর্মীদেরও নজরে আসে। এ নিয়ে নিহত মাজেদা খাতুনের স্বামী আব্দুস সালামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।এদিকে ডায়াগনস্টিক সেন্টারে অপারেশনের কথা স্বীকার করেন মুকুল মিয়া। তিনি মুঠোফোনে জানান, অপারেশন হলেও তার ডায়াগনস্টিক সেন্টারে নবজাতকসহ প্রসূতির মৃত্যু হয়নি। রংপুর মেডিকেলে তাদের মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন।এসময় ডাযাগনস্টিক সেন্টারে সিজার অপারেশন এবং সার্জারি চিকিৎসক দিয়ে তা করা ঠিক হয়েছে কি-না? এমন প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 8326201366746856759

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item