মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা হলে শিক্ষাঙ্গনগুলোতে সন্ত্রাস জঙ্গিবাদ থাকবে না: .......শিক্ষামন্ত্রী


রংপুর অফিস
শিক্ষকদের আরও আন্তরিক ও নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালনের আহবান জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষা গ্রতিষ্ঠানগুলোতে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা সম্ভব হলে সেখানে সন্ত্রাস  জঙ্গিবাদ  থাকবে না। জঙ্গিবাদের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।তিনি শনিবার দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে শিক্ষার উন্নত পরিবেশ ও জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন শীর্ষক এক সমাবেশে একথা বলেন। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহমদ হোসেন। বক্তব্য রাখেন রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মোফাত আহমেদ, মাদরাসা শিক্ষা বোর্ডের মহাপরিচাক বিল্লাল হোসেন, সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, ডিআইজি খন্দকার গোলাম ফারুক,রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।তবে সমাবেশে বক্তব্য দেয়ার সুযোগ না দেয়ায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. একেএম নুর উন নবী ও রংপুর মেয়র সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু মঞ্চ থেকে চলে যান।শিক্ষামন্ত্রী আরও বলেন, সবাই সচেতন হলে জঙ্গিরা আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। শিক্ষার্থীদের প্রতি আরও বেশী নজর দিতে হবে শিক্ষকদের। পাশাপাশি মেয়েদের নিরাপত্বা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।সমাবেশে রংপুর বিভাগের আট জেলার স্কুল কলেজ মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন অংশ নেন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 2608994111558997603

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item