টাকা ও পাসপোর্ট ফেরত না দেয়ায় পীরগঞ্জে হজ্ব এজেন্সির বিরুদ্ধে জিডি!

মামুনুর রশিদ মেরাজুল পীরগঞ্জ, রংপুরঃ

পীরগঞ্জের ২৩ জনকে হজ্বে পাঠাতে ব্যর্থ হলেও এক হজ্ব এজেন্সি কর্তৃপক্ষ উল্লেখিত ব্যক্তিদের টাকা ও  পাসপোর্ট ফেরত না দেয়ায় ওই হজ্ব এজেন্সির বিরুদ্ধে পীরগঞ্জ থানায় আরিফুল ইসলাম নামের এক ব্যক্তি জিডি করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, ২০১৬ সালে ২৩ জনকে হজ্বে পাঠানোর জন্য ‘শফিক ওভারসীজ’ (হজ্ব লাইসেন্স নং- ১৪১৫) এর সাথে পীরগঞ্জের আরিফুল ইসলাম নামের এক ব্যক্তি ষ্ট্যাম্পে চুক্তির পর ব্যাংকের মাধ্যমে ৩৬ লাখ টাকা প্রদান করেন। কিন্তু ওই এজেন্সি হজ্বে পাঠাতে ব্যর্থ হলেও উল্লেখিত টাকা ও পাসপোর্টগুলো ফেরত দিতে টালবাহনা শুরু করে। একপর্যায়ে ওই এজেন্সি আরিফুলকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, ঢাকার গুলশান শাখার ২৫ লাখ টাকার ২টি চেক দেয়। চেক ২টির একটি ১৬ লাখ টাকার, চেক নং- ৯ইঠ-২৯৪৩২৬৯ (২১/০৯/২০১৬ইং) এবং ৯ লাখ টাকার চেক নং ৯ইঠ-২৯৪৩২৭০ (০৫/১০/২০১৬ইং)। অবশিষ্ট টাকা এবং পার্সপোর্ট ফেরত চাওয়ার অপরাধে ওই হজ্ব এজেন্সি কর্তৃপক্ষ পীরগঞ্জের আরিফুলকে হুমকি দেয়ায় পীরগঞ্জ থানায় জিডি (২৭৮) করা হয়েছে। এ ব্যাপারে হজ্ব গমনে ব্যর্থ পীরগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক প্রধান, উপজেলার রামনাথপুরের মোজাম্মেল হক ও আঃ করিম সরকার, কলোনীবাজারের আঃ জলিল মিয়া, যাদবপুরের আজিজার রহমান, মাগুড়ার আবুল বাশার, অনন্তরামপুরের দেলদার হোসেন, ধর্মদাসপুরের আঃ কাদের মিয়া জানান, আমরা ২৩ জন লোক ২০১৬ সালে হজ্বে যাওয়ার জন্য পীরগঞ্জের আরিফুল ইসলামকে টাকা দিয়ে প্রস্তুত ছিলাম। কিন্তু আমরা যেতে পারিনি। আমরা টাকা ও পাসপোর্ট চাইলেও সে দিচ্ছে না। আমরা সামাজিক ও পারিবারিকভাবে অপদস্ত হচ্ছি। আরিফুল ইসলাম বলেন, আমি চুক্তি অনুযায়ী শফিক ওভারসীজকে টাকা দিলেও তারা হজ্বে নিয়ে যায়নি। এখন টাকা-পাসপোর্ট চাইলেও ওই হজ্ব এজেন্সি তা ফেরত দিচ্ছে না, উল্টো আমাকে হুমকি দেয়ায় থানায় জিডি করেছি। আগামী বছর হজ্বে পাঠানোর জন্য আমি পাসপোর্ট চাইলেও দিচ্ছে না। ওই হজ্ব এজেন্সির স্বত্ত্বাধিকারী আলহাজ্ব হাফেজ শফিকুল ইসলাম বলেন- আগামী ২০১৭ সালে তাদেরকে হজ্বে পাঠানোর চেষ্টা করবো।

পুরোনো সংবাদ

রংপুর 4470297771038022429

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item