জলঢাকায় আ.লীগের বর্ধিত সভায় উপজেলা কাউন্সিলের দাবী

মর্তুজা ইসলাম, জলঢাকা, (নীলফামারী) প্রতিনিধি ঃ

নীলফামারীর জলঢাকায় পৌর আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১ বছর পর বর্ধিত সভায় নেতাকর্মীদের একটাই দাবী উপজেলা আ.লীগের কাউন্সিলকে ঘিরে। এ সময় নেতাকর্মীদের তোপের মুখে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা। মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর আ.লীগ সভাপতি আলহাজ্ব আশরাফ আলী। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমপি গোলাম মোস্তফা। বক্তব্য দেন পৌর আ.লীগ সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা আ.লীগ সহ শাহ মোকলেছার রহমান চৌধুরী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোফাজ্জল হক, উপজেলা আ.লীগ সাবেক সভাপতি আব্দুল মান্নান, মহিলা আ.লীগ নেত্রী আফরোজা রোজী, অধ্যক্ষ একে আজাদ, অধ্যক্ষ বিবেকানন্দ মহন্ত অনিল কাষ্টম প্রমুখ। বর্ধিত সভা উপলক্ষ্যে বিকেল থেকে পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ভিড় জমায় পৌর আ.লীগ কার্যালয়ের সামনে। স্থানীয় সংসদ সদস্য উপস্থিতিতে বক্তারা অবিলম্বে উপজেলা আ.লীগ কাউন্সিল আর কতদিন পর হবে জানতে চায়। তারা আরও বলেন, দীর্ঘ ১৩ বছর দলটিতে কাউন্সিল না হওয়ায় নেতাকর্মীরা ঝিমিয়ে পড়েছে। অবিলম্বে কাউন্সিল দিয়ে দলকে পুনঃগঠন করার আহবান জানান নেতাকর্মীরা। এমপি গোলাম মোস্তফা নেতাকর্মীদের দাবীর প্রতি একমত পোষন করেন এবং দ্রুত উপজেলাটিতে কাউন্সিল দাবী করেন।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 7570604714835627945

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item