নীলফামারী জেলায় সমাপনী পরীক্ষায় দুই শিক্ষককে অব্যাহতি॥ ২৪২৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত

বিশেষ প্রতিবেদক ২০ নভেম্বর॥
নীলফামারীতে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষার প্রথম দিন আজ রবিবার দুই শিক্ষককে দায়িত্ব অবহেলার অভিযোগে অব্যহতি প্রদান করা হয়েছে। অপরদিকে জেলার ছয় উপজেলার ৯৫টি পরীক্ষা কেন্দ্রে মোট ৪৮ হাজার ৯৭জন পরীক্ষার্থীর মধ্যে দুই হাজার ৪২৯জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেনি।
ডিমলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম জানান দায়িত্ব অবহেলার কারনে  উপজেলার দুইটি পরীক্ষা কেন্দ্রের দুইজন কক্ষ পরিদর্শককে  দায়িত্ব হতে অব্যহতি প্রদান করা হয়েছে। এরা হলো উপজেলার শহীদ জিয়াউর রহমান স্কুল এন্ড কলেজ কেন্দ্রের কক্ষ পরিদর্শক বাইশপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সহিদুল ইসলামও সোনাখুলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কক্ষ পরিদর্শক ছোটখাতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আয়শা আক্তার। বিষয়টি নিশ্চিত করেন ।
এদিকে জেলার কন্ট্রোলরুম  সুত্র মতে সমাপনীতে (পিএসপি) পয়তাল্লিশ হাজার ৪২৬ জন পরীক্ষার্থীর  মধ্যে এক হাজার ৮৬৪জন ও ইবতেদায়ীতে দুই হাজার ৬৭১জন পরীক্ষার্থীর মধ্যে পাঁচশ’৬৫জন পরীক্ষায় অনুপস্থিত ছিল।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 714383552565592515

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item