জলঢাকায় জনতা ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় পাসপোর্ট কর্মকর্তা গ্রেফতার

বিশেষ প্রতিবেদক ৪ নভেম্বর॥
নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী জনতা ব্যাংকের অর্থ  আত্মসাতের মামলায় ফেনী জেলার পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রেজাউল ইসলামকে
গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ শুক্রবার বেলা ১২টার দিকে রংপুর শহরের কাচারী বাজার এলাকা থেকে কোতয়ালী থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।  
দুদক সূত্র জানায়, রেজাউল ইসলাম নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী জনতা ব্যাংকের  শাখার ব্যবস্থাপক থাকাকালে তার বিরদ্ধে দুই কোটি ১৪ লাখ ৬১ হাজার টাকা আতœসাতের অভিযোগ উঠে।
পরবর্তিতে রেজাউল ইসলাম ব্যাংকের চাকুরী ছেড়ে দিয়ে পাসপোর্ট অফিসে সহকারী পরিচালক হিসাবে যোগদান করেন।
 ব্যাংকে চাকুরীকালিন সময় তার বিরুদ্ধে অর্থ আতœসাতের এ ঘটনার তদন্তে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেলে চলতি বছরের ২ জুন দুদকের দিনাজপুর সমন্বিত জেলা ইউনিট নীলফামারীর আদালতে তার বিরুদ্ধে অর্থ আতœসাতের মামলা দায়ের করেন।
রংপুর কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মজনু মিয়া জানান, সাপ্তাহিক ছুটিতে গতকাল বৃহ¯পতিবার (৩ নভেম্বর)ফেনী থেকে তার নিজ বাড়ি রংপুর নগরীর তাজহাটে আসেন রেজাউল। গোপন সংবাদের ভিত্তিতে অঅজ শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রেজাউলকে নীলফামারীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

পুরোনো সংবাদ

নীলফামারী 923574891005807287

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item