পিএসসি পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে জলঢাকায় ৭ শিক্ষককে জরিমানা

মর্তুজা ইসলাম, জলঢাকা, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকায় পিএসসি পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে ৭ শিক্ষককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালাগ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশে পরিবার পরিকল্পনা ক্লিনিকে এ আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকতা। জানা যায়, প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী ধর্ম পরীক্ষায় শিক্ষার্থীদের নকল সরবরাহ করছে এমন অভিযোগে প্রতিষ্ঠানে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. রাশেদুল হক প্রধান। এ সময় প্রতিষ্ঠানের পাশে একটি ক্লিনিকে বসে ৭ জন শিক্ষক শিক্ষার্থীদের নকল সরবরাহ করছে এমন দৃশ্য দেখতে পান তিনি। এবং সঙ্গে সঙ্গে তাদের আটক করেন। পরে তাদের পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০, ১২ ধারায় প্রত্যেক শিক্ষককে ৫ হাজার টাকা করে জরিমানা অন্যথায় ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল হক প্রধান। সাজা প্রাপ্তরা হলেন, দোলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাফুজার রহমান, বালাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মতিয়া বেগম,  পূর্ব বালাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী, বালাগ্রাম সাউথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কানিজ তানজিনা, পূর্ব বালাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হামিদুর ররহমান, বালাগ্রাম ইউসি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়াদুদুর রহমান ও ৪র্থ শ্রেণির কর্মচারী মহসিন আলী মিলন। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহজাহান বলেন,  এমন হীন কর্মকান্ডে আমরা লজ্জিত

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 805000762389060314

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item