ডোমারে ৬৯০০ জন শিক্ষার্থী প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ গ্রহন।

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধি

২০ নভেম্বর (রবিবার) শুরু হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় নীলফামারীর ডোমার উপজেলায় ৬৯০০ জন শিক্ষার্থী অংশ নেয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, উপজেলায় ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৭টি কেন্দ্রে এ সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরমধ্যে উত্তর ভোগডাবুরী সপ্রাবি-৪৫৯ জন, চিলাহাটি মার্চেন্টস সপ্রাবি- ৬০২ জন, চান্দখানা জি.আর. উচ্চ বিদ্যালয়ে- ৭১৩ জন, গোমনাতী উচ্চ বিদ্যালয়ে-৫৯৩ জন, হলহলিয়া সপ্রাবি- ৩৭৯ জন, মির্জাগঞ্জ সপ্রাবি- ২৭৮ জন, বামুনিয়া  সপ্রাবি- ৪৫০ জন, মটুকপুর উচ্চ বিদ্যালয়ে-৩০৪ জন, পাঙ্গা  সপ্রাবি- ৪০৭ জন, বাগডোগড়া নিমোজখানা  সপ্রাবি- ৩৭০ জন, বোড়াগাড়ী দোলাপাড়া  সপ্রাবি- ৩৪৪ জন, ডোমার বালিকা সপ্রাবি-৪৩৫ জন, পশ্চিম সোনারায়  সপ্রাবি- ৪৪৫ জন, সোনারায় দৃষ্টি নন্দন  সপ্রাবি- ২৮২ জন, আটিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ে-২০৬ জন, শালমারা এস.সি সপ্রাবি- ১৬৯ জন, শহীদ স্মৃতি মডেল সপ্রাবি- ৪৬৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান মন্ডল জানান, প্রথম ডিদনের  পরীক্ষার সকল কেন্দ্রে সুস্ট ও নিরেপক্ষ ভাবে সম্পন্ন হয়েছে। বাকী পরীক্ষাগুলি ভালভাবে সমাপ্ত হবে বলে তিনি আশা করেন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 5768897548816392635

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item