চার মাস থেকে বেতন পায়নি দিনাজপুর জেলার ১৩টি উপজেলার ১০২ জন ইউনিয়ন সচিব ॥

মোঃ মেহেদী হাসান ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি


 দিনাজপুর জেলার ১৩টি উপজেলা ১০২টি ইউনিয়নের ১০২জন সচিব গত ৪ মাস থেকে বেতন ভাতা পাননি ।
ইউনিয়ন সচিব‘রা বলেছেন, চলতি সনের গত জুলাই মাস থেকে অদ্যবদি তারা বেতন-ভাতা পাননি। তারা আরো বলেন, সরকার ৮ম বেতন স্কেল ঘোষনা করার পর, সকল সরকারী-বেসরকারী, আধা-সরকারী প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীরা তাদের এরিয়া বেতন বিল পেলেও, ইউনিয়ন সচিব গনেরা পাননি, এছাড়া গত চার মাস থেকে বেতন ভাতা না পেয়ে এখন পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন তারা।
জেলা প্রশাসকের স্থানীয় সরকার কার্য্যলয় সুত্রে জানা গেছে, সচিবদের বেতন ভাতা হয় উন্নয়ন তহবীল থেকে , সেখানে বরাদ্ধ না থাকায়, তাদেরকে বেতন ভাতা পরিশোধ করা যায়নি। বর্তমান ১০২ জন সচিব জরুরী ভিত্তিতে তাদের বেতন ভাতা পরিশোধের জন্য জেলা প্রশাসক এর হস্থক্ষেপ কামনা করেছেন।

পুরোনো সংবাদ

নিবিড়-অবলোকন 7887316251484783627

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item