সুন্দরগঞ্জে ইউপি নির্বাচন সম্পন্ন বেসরকারিভাবে ফলাফল ঘোষনা

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের সাধারণ ও বেলকা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টা-বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ১০টি কেন্দ্রে ভোট গ্রহণ চলে। এতে স্বতন্ত্র প্রার্থী নাফিউল ইসলাম সরকার জিমি (আনারস) ৩ হাজার ৯শ’ ৬৫ ভোট পেয়ে বে-সরকারীভাবে হরিপুর ইউপি’র চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোজাহারুল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ৩ হাজার ২শ’ ২২ ভোট। এ ইউনিয়নের সর্বমোট ১৪ হাজার ৩শ’ ৮৮ জন ভোটারের মধ্যে ৮৪ দশমিক ৮৮ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
 এদিকে স্বামী আব্দুল মজিদের মৃত্যু পর শূণ্য হওয়া বেলকা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনে ৪শ’ ৯৬ ভোট পেয়ে স্ত্রী শাহিদা বেগম (বৈদ্যুতিক পাখা) বে-সরকারীভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মালেক উদ্দিন (ফুটবল) পেয়েছেন- ৪শ’ ১৩ ভোট।
এছাড়া, হরিপুর ইউপি’র সাধারণ নির্বাচনে ৩ টি সংরক্ষিত আসনসহ ৯টি ওয়ার্ডে বে-সরকারী ফলাফলে নির্বাচিতরা হলেন- পর্যায়ক্রমে হানিফা আক্তার (বক)- প্রাপ্ত ভোট ১ হাজার ২শ’ ৭৫, আয়েশা খাতুন (তালগাছ)- ১ হাজার ৯শ’ ৭৪ ও মরিয়ম বেগম (সূর্য্য মূখী ফুল)- ৯শ’ ৮১।
এছাড়া ৯টি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে আমজাদ হোসেন ছুক্কু (আপেল)-প্রাপ্ত ভোট ৫শ’৫৮, আব্দুর রহিম (তালা)-৫শ’ ৫২, আব্দুল লতিফ (মোরগ) প্রাপ্ত ভোট ৬শ’ ৩, আব্দুল ছাত্তার (আপেল)  ৫শ’ ৬০, আবুল কালাম (ফুটবল) ২’শ ৯০, জহুরুল ইসলাম  (মোরগ) ৩শ’ ৯৪, আব্দুল কুদ্দুছ মিয়া (মোরগ) ৫শ’ ২৫, আশাদুজ্জামান (মোরগ) ৩শ’ ৩০ ও ফারুক মিয়া (আপেল) ৪শ’ ৯৫ বলে জানা গেছে।

পুরোনো সংবাদ

নির্বাচন 868937515753646863

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item