আত্মপ্রত্যয়ী অনার্স ছাত্রী সুমনা গড়ে তুলেছেন গরুর খামার

মামুনুর রশিদ মেরাজুল, পীরগঞ্জ (রংপুর) থেকে ঃ

পীরগঞ্জে বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়–য়া ছাত্রী সুমনা লেখাপড়ার পাশাপাশি তিল তিল করে গড়ে তুলেছেন এক বিশাল গরুর খামার। তার খামারে প্রায় ২০ লাখ টাকা মুল্যের ১৮ টি বিদেশী জাতের গরু রয়েছে। আত্মপ্রত্যয়ী ওই ছাত্রী উপজেলা সদরের ওসমানপুরে বসবাস করেন।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, পীরগঞ্জ উপজেলা সদরের ওসমাপুর গ্রামের জসীম উদ্দিন ওরফে তারা মন্ডলের কন্যা সুমনা বেগম। পড়ালেখা অবস্থায় তার বিয়ে হয়। স্বামী শাহীন মিয়া একজন ব্যাংকার। বিয়ের পর সুমনা বিগত ২০১২ সালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হয়। সুমনা পড়ালেখার পাশাপাশি গরুর খামার করার ইচ্ছাপোষন করেন। এক সময় তার বাবা ও স্বামীর কাছ থেকে কিছু টাকা নিয়ে ২০১২ সালেই বিদেশী জাতের ২টি বকনা বাছুর দিয়ে খামার গড়ার স্বপ্নের বীজ বুনেন। বকনা বাছুর ২টি বড় সাথে সাথে সুমনার স্বপ্নও বড় হতে থাকে। একপর্যায়ে বাছুর ২টি বাচ্চা প্রসব করে। গরুর সংখ্যা হয় ৪টি। পড়ালেখার ফাঁকে ফাঁকে চলে তার গরুর লালন-পালন। পীরগঞ্জ থেকেই বিশ্ববিদ্যালয়ে ক্লাস করেন এই আত্মপ্রত্যয়ী ছাত্রী। গরুর দুধ বিক্রি করে গরুর খাবার আর বাড়তি কিছু আয় জমা হতে থাকে। এভাবে কিছুদিন চলার পর সুমনা গরু মোটাতাজাকরনের জন্য উপজেলা প্রানী সম্পদ বিভাগের সাথে যোগাযোগ করেন। তার এই ইচ্ছা শক্তির সাথে যোগ হন ব্যাংকার স্বামী শাহীন মিয়া। স্বামীর উৎসাহে এগিয়ে যাওয়ার শক্তি পান ওই ছাত্রী। একপর্যায়ে উপজেলা সদরে জায়গা না পেয়ে স্বামীর মামার বাড়ীতে গরুর খামার স্থানান্তর করেন। বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার চাপ বেড়ে যাওয়ায় সুমনা ২ জনকে গরু লালন-পালনের দায়িত্ব দিয়েছেন। তার খামারে বর্তমানে ১৮টি বিদেশী জাতের গরু মোটাতাজাকরন করা হচ্ছে। যার বর্তমান বাজার মুল্য প্রায় ২০ লাখ টাকা। সুমনা জানান, পত্রিকায় খামারের খবর পড়ে আমি উৎসাহিত হয়েছি। যদি বাবা এবং স্বামী টাকা না দিতো তাহলে আমি এই খামার করতে পারতাম না। আগে কিছুদিন দুধের খামার করেছি। এতে দুধ দোহন ও  বিক্রি করা খুবই সমস্যা হতো। তাই এখন মোটাতাজাকরন পদ্ধতির দিকে ঝুঁকেছি। বিদেশী জাতের গরুর অনেক দাম। দেশে মাংসের চাহিদাও যথেষ্ট রয়েছে। সরকারীভাবে ঋণ পেলে খামারটি আরও বড় করা সম্ভব হতো। অধিকাংশ নারী যেহেতু বাসা-বাড়ীতে অলস সময় কাটায়, তারা যতি এই পেশায় এগিয়ে আসতো, তাহলে তাদের পারিবারিক আর্থিক অবস্থা আরও স্বচ্ছল হতো।

পুরোনো সংবাদ

রংপুর 6639455808543010803

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item