জঙ্গির সঙ্গীদের বিচারও নিশ্চিত করতে হবে : শিরীন আখতার

ডেস্কঃ
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বলেছেন, জঙ্গি নির্মূলের পাশাপাশি জঙ্গি সঙ্গীদের বিচার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, জঙ্গি-সঙ্গী আর জঙ্গি উৎপাদন-পুনরুৎপাদনের কারখানা গণতন্ত্রে পুষে রাখা আত্মঘাতি। যুদ্ধাপরাধীদের মতই জঙ্গি-সঙ্গীকে রাজনৈতিকভাবে বর্জন ও বিচারের জন্য আইনী কাঠামো তৈরি করতে হবে। আজ শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ঢাকা মহানগর জাসদ ও সহযোগী সংগঠনসমূহের যৌথ প্রতিনিধি সভায় এ কথা বলেন।
ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন জাসদ স্থায়ী কমিটির সদস্য ড. মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি এড. হাবিবুর রহমান শওকত, স্থায়ী কমিটির সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আখতার প্রমুখ।
জাসদ সাধারণ সম্পাদক আগামী ৩১ অক্টোবর মঙ্গলবার দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসাহ-উদ্বীপনা ও নবীন-প্রবীনের মিলন মেলায় পরিণত করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

পুরোনো সংবাদ

প্রধান খবর 2879809865214751458

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item