স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

মামুনুর রশিদ মেরাজুল পীরগঞ্জ (রংপুর) থেকেঃ  

রংপুর: জেলার পীরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী আকাব্বর আলীকে (৪৮) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
বুধবার (২৬ অক্টোবর) রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় দেন।
রায় ঘোষণার সময় অভিযুক্ত আকাব্বর আলী আদালতে উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালে উপজেলার ভেন্ডাবাড়ি এলাকার চেতনা গ্রামের আকাব্বর আলীর সঙ্গে একই উপজেলার রসুলপুর ইউনিয়নের মিঠারপাড়া গ্রামের নওয়াব আলীর মেয়ে রিনা আক্তারের (৩৫) বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। এরই জের ধরে একই বছর ৩১ মে স্ত্রী রিনা বেগমকে নিজ ঘরে শ্বাসরোধ করে হত্যা করে আকাব্বর আলী। ঘটনার পর পীরগঞ্জ থানা পুলিশ রিনা আক্তারে মরদেহ ময়নাতদন্তের জন্য উদ্ধার করে।
এঘটনায় নিহতের ভাই রওশন আলী বাদী হয়ে আকাব্বর আলীকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলটি ৩ বছর আদালতে বিচারাধীন থাকার পর বুধবার এ রায় ঘোষণা করেন আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) সাহিনুর ইসলাম ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। ৭ জনের মধ্যে ৪ জনের সাক্ষ্য গ্রহণের পর দোষী প্রমাণিত হওয়ায় আদালত আকাব্বর আলীর যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন।

পুরোনো সংবাদ

রংপুর 8339718780284651213

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item